ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সুন্দরবনের অজগর লোকালয়ে !

সুন্দরবনের অজগর লোকালয়ে !

দেবদাস মজুমদার > সুন্দরবনের আবাসস্থল ছেঁড়ে লোকালয়ে বেঁচেছিল অজগরটি। খাদ্য সংকটে পড়ে গৃহস্থের হাস মুরগীর ছানা সাবার করে চলছিল । এতদিন গ্রামবাসির নজর এড়িয়ে লোকালয়ে বাড়ছিল অজগরটি। পরিববেশ আর খাদ্য সংকট সেই সাথে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে অজগরটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। বিপন্ন অজগরটি গাঁয়ের মেঠোপথ ধরে হাঁটতে গেলে গ্রাবাসির নজরে পড়ে। এরপর গ্রামবাসি অজগরটিকে একঘন্টার চেষ্টায় আটক করে ।
পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী চর ভোলমারা গ্রামে শুক্রবার বিকালে অজরগরটি আটক করে গ্রামবাসি। প্রায় ১৫ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৬০ কেজি। গ্রামবাসির হাতে অজগর আটকের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
ধারনা করা হচ্ছে ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছাসে সুন্দরবন হতে ছোট অজগরটি ভেসে উপকূলীয় মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউনিয়নের চর ভোলমারা গ্রামে এসে আশ্রয় নেয়। এরপর অজরগরটি লোকালয়ের ঝোপ জঙ্গলে বেড়ে উঠেছে।

গ্রামবাসি ও উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে মঠবাড়িয়ার বড়মাছুয়া চর ভোলমারা গ্রামের সাবেক মেম্বার আশরাফ মিয়ার বাড়ির অদূরে স্থানীয় কৃষক রুহুল আমিন বিপন্ন অজগরটিকে রাস্তা ধরে চলতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে গ্রামবাসীদের খবর দিলে গ্রামবাসি মিলে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে অজগরটি আটক করে। পরে অসচেতন গ্রামবাসি অজগরটির গলায় দড়ি লাগিয়ে একটি কলা গাছের সাথে বেঁধে রাখে। অজগরটি একনজর দেখতে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত ও গতকাল শনিবার দুপুর পর্যন্ত শত শত মানুষ ভিড় জমান। তবে গ্রামবাসি অজগর সাপের পরিচর্যা না জানায় এটি খাদ্য সংকটে পড়ে খুব দুর্বল হয়ে পড়ে ।
শনিবার লোকালয়ে অজগর আটকের বিষয়ে স্থানীয় সাংবাদিকরা মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি বন বিভাগের মাধ্যমে বিপন্ন অজগরটিকে উদ্ধার করেন । পরে বন বিভাগ গতকাল শনিবার বিকালে ঘটনাস্থল হতে বিপন্ন অজগরটি উদ্ধার করে সুন্দরবনের বগী এলাকার গহীন বনে অবমুক্ত করে দেয়। এতে অজগরটি প্রাণে বেঁচে যায়।

চর ভোলমারা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী তিনি বলেন, অজগর সাপ সুনন্দরবনে আবাসস্থলের প্রাণী। সুন্দরবন ৫/৬ কি: মি: দুরে থাকায় জোয়ারের পানিতে অথবা ঘূর্ণিঝড়ের জলোচ্ছাসে ভেসে লোকালয়ে আসতে পারে বলে আমাদের ধারনা। অজগর সাপের প্রতিপালন গ্রামবাসির জানা নেই।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় সিডরের পর বলেশ্বর নদ তীরবর্তী কয়েকটি গ্রামে এর আগেও বেশ কয়েকটি অজগর গ্রামবাসির হাতে ধরা পড়েছিল। তবে এবারেরশুক্রবার বিকালে চর ভোলমারায় আটক অজগরটি সবচেয়ে বড়।

এ বিষয়ে সুন্দরবননের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. কামাল উদ্দিন গ্রামবাসির হাতে অজরগর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বন বিভাগ গতকাল শনিবার বিকালে গ্রামবাসির হাতে আটক বিপন্ন অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। পরে অজগরটি সুনন্দরবনের বগী গহীন বনে এটিকে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন বলেন, বণ্যপ্রাণী নিধন নিষিদ্ধের কারণে আটক অজগরটি উদ্ধার করা হয়েছে। বন বিভাগের উদ্যোগে অজগরটি সেবা শুশ্রুষা করে সুন্দর বনে অবমুক্ত করা হয়েছে।

. প্রতিবেদনের ছবি- জামান আবীর

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...