ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মুরগির ময়নাতদন্ত !

মুরগির ময়নাতদন্ত !

কাউখালী প্রতিনিধি > পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত প্রতিপক্ষের বিষ প্রয়োগে মারা পড়ে কৃষকের ৯টি মুরগি । ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন মুরগী হত্যার বিচার দাবি জানাতে মৃত মুরগী গুলো নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক মৃত মুরগি গুলোকে পাঠান প্রাণি সম্পদ দপ্তরে । প্রাণি সম্পদ কর্মকর্তা মুত মুরগি গুলোর ময়নাতদন্ত সম্পন্ন করে নিশ্চিত হন বিষ প্রয়োগে মারা পড়েছে কৃষকের মুরগী গুলো। শুক্রবার পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের নয়টি মুরগি অজ্ঞাত প্রতিপক্ষ বিষ প্রয়োগে মেরে ফেলে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি এতে তার প্রায় চার হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, কাউখালী উপজেলা চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামের কৃষক মো. দেলোয়ার হোসেন প্রতিদিনের মত শুক্রবার সকালে মুরগির খোয়ার খুলে দেখেন খোয়ারের নয়টি মুরগী মৃত অবস্থায় পড়ে আছে। এরপর তিনি শুক্রবার দুপুরে কাউখালী উপজেলা কর্মকর্তা লাবনী চাকমাকে নয়টি মরা মুরগি দেখিয়ে বিচার দাবি করেন। নির্বাহী কর্মকর্তা মুরগী গুলো নিধনের কার উদঘাটনে ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে পাঠান। উপজেলা প্রাণি সম্পদ কবর্মকর্তা ডা. তরুণ কান্তি সিকদার শুক্রবার রাতে নয়টি মুরগীর ময়না তদন্ত সম্পন্ন করেন।

এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রাণি সম্পদ কবর্মকর্তা ডা. তরুণ কান্তি সিকদার মুরগীর ময়না তদন্তের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তে মৃত মুরগীর কোন জীবানু ঘটিত রোগের লক্ষন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া জনিত কারনেই মুরগীর মৃত্যু ঘটেছে। তবে চুড়ান্ত প্রতিবেদনের জন্য ঢাকার মহাখালী ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষ প্রয়োগে মুরগী নিধনের বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...