ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম একজন করোনা রোগী সনাক্ত

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম একজন করোনা রোগী সনাক্ত

অনলাইন ডেস্কঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় প্রথম একজনকে করোনা পজিটিভ রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। আজ সন্ধ্যায় জেলা প্রশাসক পিরোজপুরের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে এই বার্তা প্রকাশ করা হয়। জানা যায় আক্রান্ত ব্যাক্তির বাড়ি উপজেলার ধানীসাফা ইউনিয়নে। এছাড়া নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা ৩১৯ টি পরিবারকে লকডাউন করা হয়েছে। এ ব্যাপারা উপজেলা প্রশাসন এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আগত ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের আবু হানিফ (৩০) নামের এক যুবকের নমুনায় বরিশাল শের-ই বাংলা মোডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে পজেটিভ আসছে। এখন নমুনা আইইডিসিআরে পাঠানো হচ্ছে। ওখানের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে আসলেই ওই যুবক করোনায় আক্রান্ত কিনা। রোগী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি আছে।

শেরে বাংলা মেডিকেল কলেজের অফিশিয়াল প্যাডে এই তথ্য নিশ্চিত করা হয়।

সবাই নিজ নিজ ঘরে আবস্থান করুন, নিরাপদে থাকুন।

 

 

 

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...