ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার উদীয়মান কবি মেহেদী হাসানের প্রথম কাব্যগ্রন্থ পাঁচ আঙ্গুলের পাণ্ডুলিপি একুশের গ্রন্থ মেলায় প্রকাশিত

মঠবাড়িয়ার উদীয়মান কবি মেহেদী হাসানের প্রথম কাব্যগ্রন্থ পাঁচ আঙ্গুলের পাণ্ডুলিপি একুশের গ্রন্থ মেলায় প্রকাশিত


অনলাইন ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ার উদীয়মান কবি মেহেদী হাসানের প্রথম কাব্যগ্রন্থ পাঁচ আঙ্গুলের পাণ্ডুলিপি একুশের গ্রন্থ মেলায় প্রকাশিত হেয়েছে। তরুণ কবি মেহেদীর ছদ্মনাম সাদা কাঁক । মঠবাড়িয়ায় পাঠাগার আন্দোলন শুনলেই অন্যতম নাম হিসেবে কবি মেহেদী হাসানের নামটি আসে। তিনি পাঠ ও পাঠাগার আন্দোলনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। লেখালেখি শুরু হয় মাধ্যমিক স্কুলের বার্ষিক ম্যাগাজিনে লেখা প্রকাশের মাধ্যমে। প্রায় সাত আট বছর যাবৎ কবিতা চর্চা করে আসছেন। এযাবৎ কালে বিভিন্ন লিটল ম্যাগাজিন, সাহিত্য পত্রিকা সংকলন ও বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে। এবারের অমর একুশে বই মেলায় কবি মেহেদী হাসানের প্রথম কাব্যগ্রন্থ পাঁচ আঙুলের পান্ডুলিপি প্রকাশিত হয়েছে। বইমেলার শুরুর দিন থেকেই বাবুই প্রকাশনীর ৩২২-৩২৩ নং ষ্টলে পাওয়া যাবে বইটি। মাসজুড়ে অনুষ্ঠিত বইমেলায় বাবুইয়ের ৩২২-৩২৩ নাম্বার ষ্টলে কবি উপস্থিত থাকবেন।

আমাদের তরুণ কবির এই বইটির জন্য রইলো শুভকামনা রইলো। তাঁর কাব্য গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...