ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ঝালকাঠির সাতুরিয়ায় শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকী পালিত

ঝালকাঠির সাতুরিয়ায় শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি <>
বাংলার অবিসংবাদিত নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির সাতুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেরে বাংলার ১৪৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সাতুরিয়া শের-ই-বাংলা এ.কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট ও সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার।

বিশিষ্ট লেখক-গবেষক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম প্রধান বক্তা হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সিকদার, মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ নিরব মল্লিক প্রমুখ। বক্তারা শেরে বাংলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...