Home - এক্সক্লুসিভ - কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকালে কাউখালী প্রেস ক্লাবের সম্মুখ ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

শেষে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আলনগীর হোসেন, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, ব্র্যাক প্রতিনিধি হরিপদ দাস ও রিপন চন্দ্র পাল প্রমুখ।

সমাবেশে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

Leave a Reply

x

Check Also

লকডাউন প্রত্যাহার এবং করোনা প্রতিরোধের উপায়

ডা. ফেরদৌস প্রিন্স লকডাউন তুলে দেয়া হয়েছে।দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যদিও বেড়েছে,অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে ...