ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ক্যান্সার আক্রান্ত শিশু ফাতিমাকে চিকিৎসা সহায়তা প্রদান

মঠবাড়িয়ায় ক্যান্সার আক্রান্ত শিশু ফাতিমাকে চিকিৎসা সহায়তা প্রদান

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ক্যান্সার আক্রান্ত ফাতিমা আক্তারকে (১২) চিকিৎসার জন্য সহায়তার অর্থ প্রদান করা হয়েছে।

আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অসুস্থ ফাতিমার বাবার হাতে নগদ পাঁচ লাখ ৫৩ হাজার টাকা তুলে দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান ও চিকিৎসা সহায়তা তহবিলের উদ্যোক্তা আওয়ামী লীগ নেতা মো. আরিফ-উল-হক এ অর্থ তুলে দেন।

এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, কৃষি কর্মকর্তা মোহাম্মাদ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাজাহান আলী, প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, যুবলীগ নেতা প্রভাষক জুলহাস শাহিন, অসুস্থ ফাতিমার বাবা হাবিবুর রহমান প্রমুখ।

চলতি বছরের এপ্রিল মাসে চতুর্থ শ্রেণির ছাত্রী ফাতিমা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ফাতিমা দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

শিশুটি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুকিতুল হুদার তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...