, , , ,

মঠবাড়িয়ায় প্রাথমিক স্কুল পর্যায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি🔹

পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা পর্যায় প্রাথমিক বিদ্যালয় পর্যায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজেন শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উপজেলার ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ নম্বর শাফাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। এতে ৪-২ গোলে মঠবাড়িয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, নির্বাহী কর্মকর্তা জিমএম সরফরাজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ উল-হক, উপজেলা শিক্ষা অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব রফিকুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু সুমন্ত্র হাওলাদার,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কামাল খান, স্বাধীন খান হিরা প্রমুখ।

About The Author

Leave a Reply