ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন : নতুন বছরের শেষে জাতীয় নির্বাচন

ভান্ডারিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন : নতুন বছরের শেষে জাতীয় নির্বাচন

বিশেষ প্রতিনিধি >>

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, নতুন বছরের শেষের দিকে এদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। আমাদেরকে স্থীর করতে হবে আমরা কি মুক্তিযুদ্ধের চেতানার উন্নয়ন অগ্রসর বাংলাদেশ চাই । বিএনপি-জামায়েত দুর্নীতি দূর্বৃত্তপরায়ন লুটপাট চাঁদাবাজী জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা দিনগুলোকে আমরা আর ফিরিয়ে আনতে চাইনা। উন্নয়নের ধারায় মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের সম্মান আমাদের অক্ষুন্ন রাখতে হবে। সেই ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান এমপি আজ শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় এক সমাবেশে এসব কথা বলেন।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ভান্ডারিয়া উপজেলা শাখা উদ্যোগে শহরের শহীদ মিনার চত্বরে লাল পতাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি আরও বলেন, আমাদের অনেক কিছু করার ছিল আমরা করতে পারিনি । উন্নয়নের পাশাপাশি এদেশে আয় বৈষম্য ও ধন বৈষম্য ঘটে গেছে । জঙ্গিবাদের উত্থান ঘটেছে,ব্লগার হত্যা, ইমাম হত্যা, ব্যাংকে লুটপাট, বিদেশে অর্থ পাচার, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সবই আমাদের সামনে চ্যালেঞ্জ। আজও কৃষকরা ফসল ফলিয়ে সেই ফসলের নিশ্চয়তা পায়না । খেত মজুরেরা সঠিক ভাবে মজুরি পায়না এ জন্য বাংলাদেশ আমরা পিছনে ঠেলে দিতে পারিনা তারপরও বাংলাদেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল, দেশপ্রমিক মানুষকে একাত্ম হওয়ার আহবান জানান।

সমাবেশে আরও বক্তৃতা দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য অ্যাড ফিরোজ আলম, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. রুস্তুম আলী,উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...