ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আসছে কমেডি ধারাবাহিক টিভি নাটক ‘নয় ছয় আনলিমিটেড‘

আসছে কমেডি ধারাবাহিক টিভি নাটক ‘নয় ছয় আনলিমিটেড‘

বিনোদন প্রতিবেদক :

নাট্য নির্মাতা এস এম দুলালের রচনা ও পরিচালনায় তৈরি হচ্ছে ধারাবাহিক কমেডি নাটক নয় ছয় আনলিমেটেড। পবিত্র ঈদুল আজাহার পর থেকে বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে এই কমেডি মেগা ধারাবাহিক নাটকটি।

মার্ক ইনভেশন লিমিটেডের প্রযোজনায় মেগা ধারাবাহিক নাটকটিতে অভিনয় করছেন শহিদুজ্জামানসেলিম, লুৎফর রহমান জর্জ, ফারুক আহম্মেদ, প্রান রায় , আ খ ম হাসান, তারেক স্বপন, শওকত সজল, আজমেরী হকবাধঁন, নাফিসা চৌধুরী নাফা, আলভী, রোমানা স্বর্না, অঞ্জলী সাথী, অরিন, চমক তারা, এ্যালেন শুভ, নুর ই জান্নআত জারা, কাজী শিহাব উদ্দিন লিটন, হুমায়ন কাবেরী, উত্তম অধিকারী, ডাঃ নাঈম, আশা, নোভিয়া রায়সহ অনেকে।
নাটকটি সম্পর্কে পরিচালক এস এম দুলাল বলেন, নাটকটিতে গল্পের মধ্যে দিয়ে সমাজের নানা অসংগতিকে হাস্য রসে উপস্থাপন করা হয়েছে।নাটকটি দেখে দর্শক প্রতিটি দৃশ্য নির্মল বিনোদনের পাশাপাশি সমাজের নানা কূটকৌশল সম্পর্কে সচেতনামূলক ম্যাসেজ পাবে।

উল্লেখ্য ধারাবাহিক কমেডি নাটক নয় ছয় আনলিমেটেড িএ অভিনয় করেছেন মঠবাড়িয়ার সাংস্কৃতিক কর্মী শওকত সজল। সে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ কন্দর মহল্লার বাসিন্দা মো. আজিজুর রহমান কন্ট্রাক্টরের ছোট ছেলে। অভিনেতা শওকত সজল মঠকাড়িয়ার ঐতিহ্যবাহী কেেএম লতিফ ইনস্টিটিউশন হতে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। তিনি নিয়মিত অভিনয়ের পাশাপাশি প্রবাসি কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...