ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার এমপি ডা.ফরাজির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

মঠবাড়িয়ার এমপি ডা.ফরাজির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের নামে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মিছিল সমাবেশ করেছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার বিকালে প্রবষল বৃষ্টি উপেক্ষা করে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মীরা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। শেষে শহীদ মিনারের সম্মুখ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, মোস্তফা শাহ আলম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোর্তুজা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজাম প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে মঠবাড়িয়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের নামে এএমপি ফরাজির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জানান। অন্যথায় এমপি যেখানেই যাবেন সেখানেই তাকে প্রতিহত করার ঘোষণা দেন নেতারা । সেই সাথে এমপি মামলা প্রত্যাহার না করলে লাগাতার কর্মসূচি দিয়ে মঠবাড়িয়াকে অচল করে দেয়ার ঘোষণা দেন নেতারা।

উল্লেখ্য, মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে হত্যার চেষ্টার অভিযোগে সোমবার রাতে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১০নেতা-কর্মীকে এবং অজ্ঞাত ২০/২৫জনকে ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মূকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

এমপি’র ব্যক্তিগত সহকারী মাসুম বিল্লাহ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...