ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার ৫১ নম্বর উত্তর মিঠাখালী সরকারী প্রথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড-ডে-মিল চালু

মঠবাড়িয়ার ৫১ নম্বর উত্তর মিঠাখালী সরকারী প্রথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড-ডে-মিল চালু

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ার ৫১ নম্বর উত্তর মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে মিড-ডে-মিল কার্যক্রম চালু করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সোমবার দুপরে এ মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করেন। এতে ওই বিদ্যালয়ের ২০০ ছাত্র-ছাত্রীর মাঝে দুপুরের খাবার হিসেবে মুরগীর মাংশ ও খিচুরী বিতরণ করা হয়।
এর আগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন মাতুব্বরের সভাপতেত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আলী আকবর, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি আব্দুস সালাম আজাদী ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
সভায় শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে শিক্ষক ও অভিভাবকদের আরও অধিক সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বল জানান, এ মিড-ডে-মিল কর্মসূচি চালুর মধ্য দিয়ে বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর মাঝে প্রতিদিন স্কুল চলাকালিন সময়ে দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হবে। এতে শিক্ষার্থীরা স্কুলে যেমন সুস্থ থাকবে তেমনি এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখি হবে।

ছবি সূত্র > পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলমের ফেসবুক থেকে

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...