ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কুয়েতে মঠবাড়িয়া প্রবাসি নিখোঁজের ১৩ দিন পর খোঁজ মিলল হাসপাতালে

কুয়েতে মঠবাড়িয়া প্রবাসি নিখোঁজের ১৩ দিন পর খোঁজ মিলল হাসপাতালে

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বান্ধবপাড়া গ্রামের কুয়েত প্রবাসি মো. ছিদ্দিকুর রহমান(৭০) গত ৩০ এপ্রিল কুয়েতে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের স্বজনরা ওই প্রবাসির খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়েন। এদিকে নিখোঁজ প্রবাসির সন্ধ্যান মিলেছে কুয়েতের এরযাবরিয়া মোবারক আল কেবির হাসপাতালে । সেখানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিতসাধিন রয়েছেন বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন। কুয়েত পুলিশ ওই প্রবাসিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি এখন আইসিইউতে ভর্তি রয়েছেন।
এদিকে বাংলাদেশে একটি প্রতারক চক্র প্রবাসি ছিদ্দিকুরের নিখোঁজের বিষয়টি পূঁজি করে দুই মোবাইল নম্বর থেকে গ্রামের বাড়িতে ফোন করে জিম্মি নাটক সাজিয়ে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে ওই প্রবাসির পরিবার সূত্রে জানাগেছে।
এ বিষয়ে প্রবাসি ছিদ্দিকুরের স্ত্রীর বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. নূর হোসাইন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান. তার ভগ্নিপতি ১৭ বছর ধরে কুয়েতে কর্মরত আছেন। গত ৩০ এপ্রিল সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর ১৩ দিন পরে আমরা জানতে পারি সে একটি হাসপাতালে ভর্তি আছে। কিভাবে সে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সে বিষয়ে আমরা এখনও জানতে পারিনি। সে কথা বলতে পারছেনা।
তিনি আরও জানান, একটি প্রতারক চক্র তার মোবাইল ফোন সেট হাতিয়ে নিয়ে গ্রামের বাড়িতে মোবাইল করে জিম্মি নাটক সাজিয়ে কিছু টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি মঠবাড়িয়া থানায় সাধারন ডায়রি করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...