ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর চালু

ভান্ডারিয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর চালু

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর নামে শিক্ষার্থীদের দোকান চালু করা হয়েছে । ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে চালু হয়েছে ব্যতিক্রমী সততা ষ্টোর। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের অর্থায়নে এ সততা স্টোর কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

আজ সোমবার শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় একটি কক্ষে সততা স্টোরের ফিতাকেটে উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন আক্তার সুমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, সদস্য সামসুদ্দোহা, জেসমিন আক্তার, শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র বসু।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশীদ মাস্টার জানান, উপজেলার শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বরাদ্দকৃত কক্ষে সততা স্টোর স্থাপন করা হয়েছে। এ দোকানে রয়েছে নানা ধরণের বিস্কুট, কেক, বাদাম, চানাচুর, মেয়েদের মাথার ব্যান্ড, কোমল পানী, চকলেট, জুস, টিপসসহ নানা খাদ্যদ্রব। রয়েছে খাতা, কলাম ও কাগজসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। তবে দোকানের বেচাকেনা বা টাকা পয়সা নেওয়ার জন্য নেই কোন দোকানি। শিক্ষার্থীরা নিজ হাতে এ দোকান থেকে তাদের পছন্দের জিনিস ক্রয় করে। দোকানের দেয়ালের গায়ে লেখা রয়েছে পণ্যের মূল্য তালিকা। সে অনুযায়ী তারা দোকানে রাখা নিদিষ্ট বাক্সের মধ্যে পণ্যের মূল্য জমা দিচ্ছ। নিজ দায়িত্বেই কেনাকাটায় সততার চর্চা করছে শিক্ষার্থীরা।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...