ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শের-ই বাংলা পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

মঠবাড়িয়া শের-ই বাংলা পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

মেহেদী হাসান >>
পিরোজপুরের মঠবাড়িয়া শের-ই বাংলা পাঠাগার আন্দোলনের আয়োজনে ২০ তম নিয়মিত সাহিত্য আসর সাপ্তাহিক পাঠচক্র গতকাল শুক্রবার বিকালে পাঠাগারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ পর্বের বিষয় ছিলো “বর্তমান সমাজে পাঠাগারের গুরুত্ব”। এই পর্বের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র হালদার।
আলোচনায় অংশ নেন , আজকের মঠবাড়িয়া অনলাইনের ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল হক তানভীর ফরাজী, পাঠাগার আন্দোলন কর্মী মোহাম্মাদ মাসুম বিল্লাহ, মেহেদী হাসান,প্রিন্স মাহমুদ, কামরুজ্জামান সোহাগ, ইসরাত জেরিন রোজা, সাদিয়া আকতার বিথী, আহমেদ ফিরোজ,মো. রাসেল মিয়া, মোঃ রবিউল ইসলাম, তৌহিদ আহমেদ সোহাগ, আব্দুল্লাহ আল রাফি ওহি, মোঃ মঈন, মনোজ ঘরামী, শিমুল চন্দ্র ঢালী, মোঃ আমিনুল ইসলাম সহ প্রমূখ। আসর সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন, সাদা কাঁক(মেহেদী হাসান)।
আলোচনার শুরুতেই আবৃত্তি পরিবেশন করেন, আবৃত্তি শিল্পী আহমেদ ফিরোজ। এরপর আলোচকরা বর্তমান সামাজিক প্রেক্ষাপটে পাঠাগারের গুরুত্ব সম্পর্কে তাদের মত পোষণ করেন। দীর্ঘ সময় ব্যপী এ আলোচনার মাঝে মাঝে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন পাঠাগারের শিল্পীরা। আয়োজকেরা শিল্প ও সাহিত্যানুরাগী সকলকে এই আসরে আমন্ত্রণ জানিয়েছেন পাঠাগার আন্দোলনের উদ্যোক্তারা ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...