ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জীবন একটা দুই চাক্কার সাইকেল….!!

জীবন একটা দুই চাক্কার সাইকেল….!!

মো. রাসেল সবুজ >>
আমাদের শৈশবে মঠবাড়িয়াতে হাতে গোনা কয়েকটি মটরসাইকেল ছিলো।যাদের ছিলো আমরা তাদের প্রায় সকলকেই চিনতাম। এমনকি বাসায় বসে শুধু শব্দ শুনেই বলে দিতে পারতাম রাস্তা দিয়ে কে যাচ্ছে। যার মটর সাইকেলে সবচেয়ে বেশি শব্দ হতো তারটাই মনে করতাম সবচেয়ে ভাল এবং দামি!!

আর গ্রামের মাটির রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে যখন মটরসসাইকেল চলে যেতো তখন পিছনে পিছনে ছোটো ছেলেমেয়েদের লাইন দিয়ে দৌড় দেখলে মনে হতো সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালার কথা।পেট্রল পোড়া গন্ধ কি যে ভাল লাগতো!! এখন দিন বদলে গেছে।আভিজাত্যের প্রতীক মটরসাইকেল এখন ভাড়ায় চলে।অনেকে এখন মটরসাইকেল চালাতেও চায় না- ভুলে তাকে কেউ ভাড়ায় চালানো ড্রাইভার মনে করে বসে সেই ভয়ে।

তবে মটরসাইকেলের অধিক ব্যবহারের ফলে মানুষ এখন অনেক অলস হয়ে যাচ্ছে। বিকেলে যারা বিশ-পঁচিশ মিনিট হেটে বাজারে যেতো তারাও এখন দশ টাকা দিয়ে সেটুকু পথ বাইকে করে যায়।এমনকি স্কুল কলেজের ছেলেরাও পায়ে হেটে না গিয়ে অনেকে মটরসাইকেলে করে ক্লাসে যাচ্ছে। ফলে দিন দিন তারা মোটা হয়ে যাচ্ছে। ভুগছে অবিসিটি (স্থুলতা) নামক রোগে।এমনকি পরিশ্রম না করার ফলে ছোটো ছোটো ছেলে মেয়ারাও আক্রান্ত হচ্ছে ডায়বেটিসে। অনেকের আবার কিডনিও বিকল হয়ে যাচ্ছে। সকল অভিবাকদের অনুরোধ করছি বিশেষ করে প্রবাসী ভাইদের- আপনার সন্তানের সুখের জন্যইতো সব কষ্ট হাসি মুখে মেনে নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন। সেই সন্তানকে সুস্থ রাখার জন্য প্লিজ তাদেরকে একটি করে সাইকেল কিনে দিন। সবাই সোচ্চার হোন। আপনাদের সচেতনতাই পারে একটি সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে।

সাইকেল চালানোর উপকারিতাঃ

• সাইকেল চালানো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।
• এটি পেশিশক্তি বাড়ায়।
• হাড়ের দৃঢ়তা বাড়ায়।
• ওজন কমাতে কাজ করে।
• মানসিক চাপ কমায়।
• সাইকেল পরিবেশবান্ধব; শব্দদূষণ করে না।
• হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্ষমতা বাড়ায়।
• পায়ের পেশি শক্তিশালী করে।
• সাইকেল চালালে ত্বক ভালো থাকে।
• ঘুম ভালো করতে সাহায্য করে।
• স্ট্রোকের ঝুঁকি কমায়।
• হৃৎপিণ্ড ভালো রাখে।হৃদরোগের ঝুঁকি কমায়।

আপনার সন্তানকে প্রাণশক্তি নিয়ে বাঁচতে সাইকেল চালাতে উৎসাহিত করুন ।

মঠবাড়িয়ার সাংবাদিক ভাইয়দের কাছে অনুরোধ করছি আপনার সবাইকে সাইকেল চালানোর ব্যপারে উৎসাহিত করার জন্য নিয়মিত রিপোর্ট করুন। আমাদের সম্মানিত জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, স্কুল কলেজের শিক্ষক এবং সচেতন অবিভাবকরা যদি একটু উদ্যোগী হয় তাহলেই এটা সম্ভব।

লেখক > নির্বাহী সম্পাদক, আজকের মঠবাড়িয়া । পাঠাগার ও পরিবেশ আন্দোলন কর্মী

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...