ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদক >>

পিরোজেপুরের মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠ চক্র আজ শুক্রবার পাঠাগারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাঠাগার আন্দোলনের উদ্যোগে এবার অনুষ্ঠিত হলো ১৪ তম নিয়মিত সাহিত্য আসর।

পাঠাগার উন্নয়নে আমাদের করণীয় বিষয়ে অনুষ্ঠিত এ পাঠচক্রে উপস্হিত ছিলেন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মহিউদ্দীন মিরাজ, সহকারী জজ সাব্বির মো. খালিদ, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আইনজীবী মো. তারিকুল ইসলাম রুবেল, সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন,সহকারী শিক্ষক মো. জাহিদ হোসেন, পাঠাগার আন্দোলনের উদ্যোক্তা তরুণ লেখক সাদা কাঁক(মেহেদী হাসান), ডা. রুস্তুম ফরাজী কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ্, মঠবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী আহমেদ ফিরোজ, নাইম মাহমুদ ও আঃ রহিম, এছাড়া মোঃ ইসতিয়াক আহমেদ মিসাত, বলরাম দাশ, মো. ফয়সাল আহমেদ সহ পাঠাগারের একজন পুরোনো পাঠক মো. মাসুম বিল্লাহ প্রমূখ।

পাঠচক্র সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন, সাদা কাঁক(মেহেদী হাসান)।

মূল আলোচনা শেষে মনোমুগ্ধকর কবিতা পাঠের মাধ্যমে আসর শেষ হয়।

আগামী সপ্তাহের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে, “শুদ্ধ বাঙালীয়ানা চর্চায় বর্তমান প্রজন্ম।” আয়োজকেরা শিল্প ও সংস্কৃতি মনা সবাইকে সাপ্তাহিক এই আসরে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...