ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি রোগীর চিকিৎসা সংকট

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি রোগীর চিকিৎসা সংকট

এস.এম. আকাশ >>
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেই এখন স্বাথ্যহানীর খপ্পড়ে পড়েছে। ৫০ শয্যার হাসপাতালের চিকিৎসাসেবা চলছে এখানে অনেকটাই দায়সারাভাবে। বেশ কয়েক বছর সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু থাকলেও হঠাৎ করে বন্ধ হয়ে পড়েছে অপারেশন কার্যক্রম। শুধু মাতৃ স্বাস্থ্যসেবা নয় পুরো হাসপাতালের স্বাস্থ্যসেবা চলছে নানা সংকট।

জানাগেছে, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইওসি) ডাঃ বশির আহমেদ পদন্নোতি পেয়ে অন্যত্র বদলী হওয়ায় এ অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রসূতি মায়েদের। স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারে যাবতীয় যন্ত্রপাতি থাকলেও একজন মেডিকেল অফিসার (জরুরী প্রসূতি সেবা) এর অভাবে হাসপাতালের সব ধরণের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া হাসপাতাল চত্বর ও রোগীদের ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতার চরম অভাব দেথা দিয়েছে।
উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৫ লক্ষাধিক মানুষের একমাত্র সরকারী চিকিৎসাসেবা কেন্দ্র ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এখানে পার্শ্ববর্তী পাথরঘাটা ও বামনা উপজেলার একটি অংশের মানুষ চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে। প্রতিদিন প্রায় ২ থেকে ৩’শ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারসহ পর্যাপ্ত ডাক্তার না থাকায় অনেক রোগী চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যায়।

হাসপাতাল সূত্রে জানাযায়, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসকের ২১টি পদ থাকলেও এখানে কর্মরত ডাক্তার আছেন মাত্র ৫ জন চিকিৎসক। এছাড়া জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস), জুনিয়র কনসালটেন্ট (এনেসঃ), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (অর্থো), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (চর্ম), আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডেন্টালসহ ১৬টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যহত এবং রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ রোগীদের দুর্ভোগে বেড়েছে। অসহায় ও দরীদ্র প্রসূতি রোগীদের মোটা অংকের টাকা দিয়ে ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করতে হচ্ছে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাসুমুল হক খান জানান, জনবলের সংকট থাকায় কিছুটা সমস্যা বিরাজ করছে। তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে যাবতীয় যন্ত্রপাতি থাকালেও মেডিকেল অফিসার না থাকায় সিজারিয়ান অপারেশন করা যাচ্ছে না। বিষয়টি সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...