ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশন জেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশন জেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

দেবদাস মজুমদার >

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। সেই সাথে এ প্রতিষ্ঠানের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী ইনান হাসনাইন জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন।

কেএম লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচন উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত এক অনুষ্ঠানে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাসসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপকূলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশন ১৯২৮ সনের ১ জানুয়ারী খান বাহাদুর আব্দুল লতীফ চৌধুরী প্রতিষ্ঠা করেন। তিনি মঠবাড়িয়ার খাসমহল কর্মকর্তা ছিলেন। উপকূলের শিক্ষা উন্নয়ন ও সম্প্রসারণে এ শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রেখে চলছে। এ প্রতিষ্ঠানে বালক ও বালিকা শাখায় এক হাজার ৪৬২ জন শিক্ষার্থী নিয়মিত লেখা পড়া করছে। ৩৪জন এমপিও ভূক্ত শিক্ষকও ৩জন খন্ডকালীন শিক্ষকসহ অর্ধশত শিক্ষক কর্মচারী এখানে কর্মরত আছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...