ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পূর্ণতার প্রাণে বসন্ত এসে গেলো…

পূর্ণতার প্রাণে বসন্ত এসে গেলো…

মো. রাসেল সবুজ >

পূর্ণতার বসন্ত এসে গেলো। আজ সোমবার( ১৩ ফেব্রুয়ারী) ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। । প্রকৃতি তাই প্রাণবন্ত বন-বনান্তে । কুসুম ফোঁটার বর্ণিল রংয়ে বর্ণাঢ্যময় প্রকৃতি। বৃক্ষরাজিতে কচি পাতায় প্রাণের সাড়া। হিমেল বাতাসে অফুরাণ প্রাণের দোলা। ভেসে আসে কোকিলের মধু মায়া ডাক। আজ পাতায় পাতায় মুগ্ধ মাতানো বসন্ত। কোকিলের কুহুতান, আমাদের ভাষার গান,ঝরা পাতার শব্দ আর অফুরান হিম বাতাসে মানুষ প্রাণে বসন্তের জয়গান। প্রাণে পূর্ণতার কলরব। আজ মনেতে ফাগুণ এলো……।

ঋতুরাজ বসন্ত বাঙালির মিলনের বার্তা বহন করে। আর এই বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা । অতপর বাঙালির স্বাধীনতা।
এই বসন্তেই স্বাধীনতার লড়াই । এই বসেন্ত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালির প্রাণের নেতা বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করেছিলেন। আবার এ বসন্তেই তরুণ প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ঘোষিত হয়। তাই আমরা বসন্ত বাঙালি। বসন্তের আগমন বার্তার সুরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…।
বসন্তে একুশের বইমেলা পূর্ণতা নিয়ে আসে জীবনে। তাই বসন্ত আমাদের পূর্ণতার ঋতু। সে পূর্ণতার দোলা ছড়িয়ে পড়ে পৃথিবীর সকল বাঙালির মনে ।
বসন্তে যবুথবু শীত সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠেছে প্রকৃতি। গাছে গাছেে এখন নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন প্রাণের দোলা লেগেছে। পলাশ, শিমুল গাছে লাগে আগুন রংয়ের খেলা। প্রকৃতিতে চলে মধুর বসন্তে সাজ সাজ রব।
১৮ বছর আগে বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। বসন্তের নাচ, গান ও কবিতার পাশাপাশি ফুলের প্রীতি বন্ধনী ও বসন্ত কথনের মাধ্যমে দেশ জুড়ে বসন্ত বরণের অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।
বসন্তে আসলে তারুণ্যের ঋতু । তাই তারুণ্যের জয়গানে বাজুক -আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা……….।

বসন্ত বরণে কবির বন্দনা- ‘হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?
পহেলা ফাল্গুনে আজকের মঠবাড়িয়া পরিবারের পক্ষ হতে সকল পাঠক ও শুভানুধ্যায়িদের জানাই বসন্তময় শুভেচ্ছা।

ছবি তুলেছেন- দেবদাস মজুমদার।

 

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...