ব্রেকিং নিউজ
Home - বিনোদন - স্টার জলসা সমাচার

স্টার জলসা সমাচার

রাজু আহমেদ , কলামিষ্ট : ফেসবুক টাইমলাইনে বহুবার বহু বন্ধু-বান্ধবীর স্ট্যাটাসে দেখেছি তারা অমুক মুভি দেখতেছে নয়ত তমুক গান শুনতেছে । তবে দীর্ঘ ফেসবুক জীবনে আমার একটাই দূর্ভাগ্য যে, কখনো কোন বন্ধু-বান্ধবী-বোনকে এ লিখে স্ট্যাটাস দিতে দেখিনি, সে স্টার জলসায় কিরণমালা, বোঝে না বোঝে না, ঠিক যেন লাভ স্টোরি কিংবা এ জাতীয় কিছু লিখে স্ট্যাটাস দিয়েছে । তাই মাঝে মধ্যে বিশ্বাস করতে ইচ্ছা করে যে, এ জাতীর কেউ স্টার জলসা দেখে না । কিন্তু যখন শহরের প্রতিটা রুম থেকে, নগরের প্রতিটা বাসা থেকে সন্ধ্যার পরেই শুধু স্টার জলসার শব্দ ভেসে আসে তখন আপন মনেই বলে ফেলি, তার যা দেখতেছে তা তারা বুঝেই দেখতেছে যে ওটা দেখা উচিত নয় । তাই হয়ত তারা এটা অন্য কাউকে জানাতে পারছে না । যে জাতি প্রক্ষালণ গৃহে গিয়েও সেখান থেকে ছবি তুলে তা ফেসবুকে আপলোড করে তারা স্টার জলবার বিষয়টি প্রকাশ থেকে বিরত থাকছে কি করে তা আমার রুগ্ন মস্তিষ্ক ধারণ করতে অক্ষমতা দেখিয়েছে । কিংবা তারা হয়ত এটা মনে করছে যে, মুভি কিংবা গানের গ্রহনযোগ্যতা থাকলে স্টার জলসার কোন গ্রহনযোগ্যতা ভদ্র-ভালো মানুষের কাছে নাই । যা শুধু কূটনামী, মিথ্যাচার, পরকীয়া শিক্ষা দেয় সেটা সবাই বুঝতে পারে কিন্তু তবুও এটা না দেখলে খাবার গলধঃকরণ হয়না কিংবা যা খাওয়া হয়েছে তাও হজম হয়না । ডাক্তাররা যদি রোগীদের প্রেসক্রিপশানের ওপরে কিংবা নিচে সবাইকে স্টার জলসা দেখে তাদের সকল রোগ ভালো হওয়ার ধাওয়া দিত তবে সেটা কতইনা মঙ্গল হত !!! চলতি বছরের যারা ডাক্তারীতে সুযোগ পেয়েছে তাদের কেউ কেউ হয়ত এ ব্যবস্থা গ্রহন করবেন । জয় স্টার জলসা, জয়তু স্টার জলসার দর্শক নারী-পুরুষ আর জয়ের মধ্যে কিরণমালা তো আছেই !! দেখে যাও ! দেখে যাও !!!!! সমগ্র দেশে শুধু একটা মেয়ে স্টার জলসামুক্ত থাকলেই হবে !!!

এটা বললে খুব বাড়াবাড়ি হবে জানি তবুও বলছি, স্টার জলসার সিরিয়াগুলোর কয়েকটি পর্ণ সাইট দেখার চেয়েও ক্ষতিকর কেননা পর্ণ সাইট দেখলে তার ক্রিয়া-প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী হয় কিন্তু স্টার জলসা স্লো পয়জনিং সিস্টেমে জাতিকে ধ্বংস করছে । যা মারাত্মক । মাত্র দশ বছর অপেক্ষা করুণ । ফলাফল হাতে কলমে পাওয়া যাবে । তখন আহা ! উহু ! করার সময় থাকবে না । আমরা এবং পরবর্তী প্রজন্ম হয়ত সে সময়ের সাথে খাপ খাইয়ে যাব ! আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে স্টার জলসা দেখি ! যদি কিছু মানুষ স্টার জলসা থেকে বিরত থাকি তবে ভবিষ্যতে সমাজে কিছু ভালো মানুষ অবশিষ্ট থাকবে । আর কিছু ভালোমানুষ অন্য সকল মানুষের বিরক্তির কারণ হবে ! তাই সবাই মিলে মিশে একাকার হয়ে যাওয়ার জন্য স্টার জলসার ছাড়া আমাদের কোন গন্তব্য নাই । জাতির জন্য স্টার জলসা দেখা বাধ্যতামূলক করে দেয়া হোক !

রাজু আহমেদ । কলামিষ্ট ।

facebook.com/rajucolumnist/

Leave a Reply

x

Check Also

কিশলয় বল সৈকত এর বসন্ত শব্দাবলী

বসন্ত   শীতের শেষে বসন্ত এলো, মৃত গাছে নতুন পাতা গজালো। আকাশে ঘুড়ির খেলা ...