ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় যাত্রীবাহী লঞ্চের দুই নিরাপত্তা প্রহরীসহ ১৪ কর্মচারী অজ্ঞান পার্টির খপ্পড়ে

ভাণ্ডারিয়ায় যাত্রীবাহী লঞ্চের দুই নিরাপত্তা প্রহরীসহ ১৪ কর্মচারী অজ্ঞান পার্টির খপ্পড়ে

ভাণ্ডারিয়া প্রতিনিধি >
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মর্নিং সান-৫ নামে একটি যাত্রীবাহী লঞ্চের দুই নিরাপত্তা প্রহরীসহ ১৪ কর্মচারী অজ্ঞান পার্টির খপ্পড়ে গুরুতর অস্থ হয়ে পড়েছেন। এরা হলেন, লঞ্চের সুকানি মো. নূরু মিয়া (৪০), চালক আবুল কালাম (৪০), গ্রিজার মো, সাইদুল (৩৬), শ্রমিক মো. ইব্রাহিম (৩২), মো. ফেরদাউস লস্কর (২৫), মো. টিপু সুলতান (২৪), মো. কালু মিয়া (২৮), লঞ্চের হোটেল মালিক ইব্রাহিম (৪২), হোটেল বয় ইলিয়াস (৩৫), রাজু (২৫), পান দোকানী মো. ইলিয়াস, কেবিন বয় মো. শাকিল (২০), মো. রনি (২১) নিরাপত্তা প্রহরী আবদুর রহিম(২৬) ও আল আমিন (২৫) । তাদের অচেতন অবস্থায় আজ শুক্রবার ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভান্ডারিয়া-ঢাকা নৌ রুটে চলাচলকারী লঞ্চ মর্নিং সান-৫ এর মাস্টার মো. লিটন মিয়া জানান, চলমান নৌ ধর্মঘটের কারনে গত ২৩ আগষ্ট থেকে লঞ্চটি ভা-ারিয়া লঞ্চঘাটে ঘাটে নোঙর করা ছিল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লঞ্চে রান্নাকৃত খাবার খেয়ে ১৪ কর্মচারী ঘুমের ঘোরে অচেতন হয়ে পড়ে। সকালে কোন স্টাফ ঘুম থেকে না ওঠায় স্থানীয় জাফরান জোমাদ্দার তাদের ডাকাডাকি করে কোন সাড়া না দেওয়ায় তিনি স্থানীয়দের সহয়তায় অচেতন লঞ্চ স্টাফদের উদ্ধার করে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন।

উল্লেখ্য লঞ্চের মাষ্টার লিটন রাতে খাবার না খাওয়ায় সে ছাড়া লঞ্চের সকল ষ্টাফই অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা খাদ্যে অসুধ মিশিয়ে তাদেরকে অচেতন করে ফেলে রেখে যায়। সকলে অচেতন থাকায় কোন মালামাল চুরির বিষয়ে কোন তথ্য মেলেনি।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ বিন ছিদ্দিক জানান, রাতের খাবারে বিষক্রিয়ার ঘটনায় লঞ্চ ষ্টাফরা অচেতন হয়ে পড়েছে। তাদের যথাযথ চিকিৎস সেবা দেওয়া হচ্ছে। চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...