ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে ডাকাতি মামলায় দুই আসামীর ১২ বছর কারাদন্ড

কাউখালীতে ডাকাতি মামলায় দুই আসামীর ১২ বছর কারাদন্ড

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ২০০৬ সালে সংগঠিত একটি ডাকাতি মামলায় দুই ডাকাতের প্রত্যেককে ১২ বছর করে সশ্রম কারদন্ডাদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত।
দন্ডিতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের কামাল ফরাজি ওরফে মালেক (৪০) এবং ঝালকাঠি জেলার রাজপুর গ্রামের কুটিপাড়া গ্রামের মিলন ওরফে মিল্লাত (৩০)। এছাড়া ওই বছরে পুলিশের দায়ের করা অপর একটি অস্ত্র মামলায় ২০১৫ সালে আদালত ওই দুই আসামী মিলন ওরফে মিল্লাকে (৩০) ১৪ বছর ও ৭ বছর ও অপর আসামী কামাল ফরাজিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম জিল্লুর রহমান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্তদের প্রত্যেককে আরও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট মামলা থেকে আদালত মনির হোসেন ও জাকির হোসেন নামে দুই অভিযুক্তকে থেকে অব্যহতি দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালে পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে একটি ডাকাতি সংগঠিত হয়। এই ঘটনায় গৃহকর্তা কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে কাউখালী থানা পুলিশ পুলিশ এ ডাকাতির ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য প্রমান বিচার বিশ্লেষণ করে আজ বৃহস্পতিবার আদালত মামলায় চূড়ান্ত রায় দেন।
কাউখালী থানা সূত্রে জানাগেছে, ২০০৬ সালে পুলিশের দায়ের করা চাঞ্চল্যকর একটি অস্ত্র মামলায় ২০১৫ সালের ২১ জুন পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়ার আদালতে অভিযুক্ত আসামি মিল্লাত ওরফে মিলুকে ১৯/এ ধারায় ১৪ বছর এবং ১৯/এফ ধারায় ৭ বছর, অপর আসামি কামাল ওরফে মালেক ফরাজিকে ১৯/এফ ধারায় ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, দন্ডিত কামাল ও মিলু ২০০৬ সালে পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ডাকাতি করতে গেলে সেখানে স্থানীয় জনতার হাতে আটক হয় । পরে জনতা দুই ডাকাতকে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে একটি শাটারগান, রাইফেলের গুলি ও বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। পরে কাউখালী থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...