ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ভূয়া চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড

মঠবাড়িয়ায় ভূয়া চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়ায় রুহুল আমিন খাঁ (৪২) নামে এক ভুয়া বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদ-াদেশ দেন। দ-িত রুহুল আমীন পার্শ্ববর্তী বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত ওয়াহেদ খাঁর ছেলে । অভিযুক্ত ওই ভ’য়া চক্ষু চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানাগেছে,পল্লী চিকিৎসক রুহুল আমিন দীর্ঘদিন যাবৎ মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় নিজেকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে আজ রোববার সকালে রুহুল আমিনকে তার চেম্বারে আটক করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভুয়া চক্ষু চিকিৎসক রুহুল আমিনকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর (১) (৩) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পুলিশ দ-িত ভ’য়া চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বশির আহমেদ জানান, এমবিবিএস পাসের পর চোখের ওপর বিশেষজ্ঞ ডিগ্রি বা ট্রেনিং না থাকলে চোখের চিকিৎসা দেওয়া যায় না। রুহুল আমিন পল্লী চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে দীর্ঘ ধরে চোখের চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...