মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. মনজুর মোর্শেদ মুবিন (২৩ )নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারিদেও অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসি। আজ সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সহস্রাধিক বিক্ষুব্ধ এলাকাবাসি এ মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন ।
শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম মিয়া মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নিহত মুবিন এর বাবা মঠবাড়িয়া বণিক সমতির সভাপতি ইদ্রিস আলী মহারাজ,পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন কবীর, বর্তমান সভাপতি মো. জসীম উদ্দিন ফরাজি,বিএনপি নেতা সায়েদুল ইসলাম খোকন, মোসলেউদ্দিন বাবুল মৃধা, মো. ফারুক মৃধা, হামলায় আহত কাতার প্রবাসি মো. হুমায়ূন প্রমূখ। মানবন্ধন শেষে বিক্ষুব্দ জনতা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে।
এসময় বক্তারা হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে দ্রুত হত্যাকারিদের গ্রেফতার করতে থানা পুলিশের প্রতি দাবি জানান।
প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে অপর এক কাতার প্রবাসি তামিম শামীম (২৩) গুরুতর জখম হন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় শহরের জমাদ্দর চত্তর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বৃস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আহত মো. মুবিনের মৃুত্য ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকেলে শহরের নিউমার্কেট এলাকার বাসিন্দা মঠবাড়িয়া বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী মহারাজের ছেলে ছাত্রদল কর্মী মো. মনজুর মোর্শেদগ মুবি কে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষ পৌরশহরের সবুজ নগর মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম রনি ও তার সহযোগীরা মিলে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে মুবিন ও তার সহযোগী কাতার প্রবাসি তামিম হোসেন (২৩) কে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত দুইজনকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেরই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানে মুবিনের অবস্থার অবনতি ঘটলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ঘটনার পরদিন দুপুরে চিকিৎসাধিন অবস্থায় ছাত্রদলকর্মী মুবিনের মৃত্যু ঘটে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ভূক্তভোগি পরিবারের পক্ষ হতে ১২জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








Leave a Reply
You must be logged in to post a comment.