, ,

পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া সেতুর বৈদ্যুতিক সংযোগের তার চুরি

 

কাউখালী সংবাদদাতা :

পিরোজপুরের কাউখালীর কচা নদীর বাংলাদেশ-চীন মৈত্রীর বেকুটিয়া সেতুর বিদ্যুত সরবরাহের আণ্ডার গ্রাউণ্ডের বৈদ্যুতিক তার একটি সংঘবদ্ধ চোরের দল কেটে চুরি করে নিয়ে গেছে। শুক্রবার দিনগত রাতে বেকুটিয়া অংশে অজ্ঞাত চোরের দল আণ্ডারগ্রাউণ্ড কানেটিং এর ৪০০ মিটার বৈদ্যিুতিক লাইনের তার চুরি করে নেয় । ফলে বেকুটিয়া সেতু ও দুই তীরের এপ্রোচ সড়ক রাতে আলোহীন অবস্থা বিরাজ করছে । এতে রাতের বেলা সেতু পারাপারে নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাগেছে, শুক্রবার দিনগত রাতে সংঘবদ্ধ একদল চোরচক্র কচানদীর বেকুটিয়া সেতুর কাউখালী অংশের বৈদ্যতিক লাইনের ৪০০ মিটার তার কেটে নিয়ে যায়। এতে শুক্রবার দিনগত রাত থেকে সেতু ও দুই পাশের এপ্রোচ সড়কে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হয়ে যায়। সেতুটি রাতে আলোহীন হয়ে পড়ায় রাতে চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো. রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্যরাতে সেতুটি আলোহীন হয়ে পড়ে। সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন ফোর টেন আরএম মানের ৪০০ মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়েছে সংবদ্ধ চোরচক্র। ফলে সেতুটি ও সেতুর দুই পড়ের এপ্রোচ সড়ক রাতে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ-চীন মেত্রীর বেকুটিয়া সেতুটি চীনা কোম্পানী নির্মাণ করেন। বিদ্যুত লাইনের তার থেকে সকল যন্ত্রাংশ চীনের তৈরী। খুব উন্নত মানের বৈদ্যুতিক তার চীন থেকে আনা হয়েছে। সেতুতে বিদ্যুত সংযোগে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। কেননা চীনের ওই উন্নতমানের তার দেশের স্থানীয় বাজারে সহজলভ্য নয়।
এ ঘটনায় পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ হতে কাউখালী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সজল মোল্লা বলেন, আমি সড়ক ও জনপদ বিভাগ থেকে সেতুর বিদ্যুত সরবরাহ লাইনের তার চুরির বিষয়টি অবগত হয়েছি। রাতে আলোহীন সেতুর নিরাপত্তার বিষয়ে টহল পুলিশের ব্যবস্থা জোরদার নিশ্চিত করা হবে।

About The Author

Leave a Reply