ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় পৌর শহরে একর পর এক চুরি সংঘটিত

মঠবাড়িয়ায় পৌর শহরে একর পর এক চুরি সংঘটিত


মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত কয়েক মাস ধরে চুরির হিড়িক পরেছে। বাদ পরেনি নির্বাচিত জন প্রতিনিধি ও সাংবাদিকের বাড়িও। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে পৌর বাসির মধ্যে। পুলিশ বলছে চোরের উপাদ্রব কমাতে নিয়মিত টহল চলছে।

জানা গেছে, ২১ মে রোববার সন্ধায় মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। ২০ মে শনিবার সন্ধায় মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, ৫ নং ওয়ার্ড বাসিন্দা সৌদি প্রবাসী লিটন হাওলাদার ও ৩ নং ওয়ার্ড বাসিন্দা সৌদি প্রবাসী সাইদুর রহমানের ঘরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এছাড়াও বহু চুরির ঘটনা থানা পর্যন্ত গড়ায় নি। গত কয়েক মাস ধরে চুরির ঘটনা অব্যহত রয়েছে। এর আগে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর (সদ্য সাবেক) মোঃ রুহুল আমিনের ঘরেও চুরি সংঘঠিত হয়। তবে ঘটনা জানার সাথে-সাথে পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এঘটনায় থানায় একাধিক অভিযোগ দেয় হলেও গত কয়েক মাসে কোন চোর ধরতে বা সনাক্ত করতে পারেনি পুলিশ।

সাংবাদিক জিল্লুর রহমান ও জামাল এইচ আকন জানান, প্রতিদিনের ন্যায় তারা বিকেলে শহরে বেড়িয়ে পরেন। কোচিংয়ে থাকা ও মাদ্রাসায় তাদের সন্তানদের গৃহকর্তীরা আনতে গেলে সুযোগ পেয়ে সংঘবদ্ধ তালা ভেঙে ও কেঁটে ঘরের মালামাল চুরি করে নেয়।

সৌদি প্রবাসী সাইদুর রহমানের স্ত্রী নুরজাহান বেগম ও সৌদি প্রবাসী লিটন হাওলাদারের স্ত্রী আকলিমা জানান, সল্প সময়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে চোর সদস্যরা ঘরের মধ্যে স্বর্ণলংকারসহ লক্ষ-লক্ষ টাকার মামলামাল চুরি করে নেয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান ক্ষোভের সাথে বলেন, থানায় গিযে কোন লাভ নেই বরং মানুষ হয়রানী হচ্ছে।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, দ্রুত সময়ের মধ্যে চোর সদস্যদের সনাক্ত করে গ্রেপ্তারের চেস্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...