ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার চার শিক্ষার্থীর নিরুদ্দেশ ১১ দিন পর উদ্ধার করল পুলিশ

মঠবাড়িয়ার চার শিক্ষার্থীর নিরুদ্দেশ ১১ দিন পর উদ্ধার করল পুলিশ

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ দিন নিখোঁজের পর আলোচিত কলেজ ও স্কুল পড়ুয়া ৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকার দারুস সালাম থানা পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে তাদের উদ্ধার করে। এর আগে গত ৩০ এপ্রিল সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে ওই চার শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ রহস্যজনক নিরুদ্দেশের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকরা থানায় পৃথক সারণডায়েরী করেন।

তবে কি কারণে ওই শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলো সে বিষয়ে সুনির্দিষ্ট কোন কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ ।

পুলিশ জানায়, নিখোঁজ শিক্ষার্থীরা রহস্যজনক ভাবে ঢাকার বিভিন্ন স্থানে ঘোরাঘোরি করে। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সনাক্ত করে তাদে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৪ শিক্ষার্থীরা হলো- মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ও উপজেলার সবুজ নগর এলাকার গনি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ও একই গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও শহরের তিন নম্বর ওয়ার্ড এর বায়জিদ আহম্মেদ এর মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের শাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চার শিক্ষার্থী দলবদ্ধ হয়ে বাড়ি থেকে রহস্যজনক নিরুদ্দেশ হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালিয়ে ১১দিন পর তাদের ঢ্কাা থেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই চার শিক্ষার্থীকে ঢাকা থেকে মঠবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...