ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় প্রবাসিকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত পলাতক আসামী অলিউর ঢাকায় গ্রেপ্তার

মঠবাড়িয়ায় প্রবাসিকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত পলাতক আসামী অলিউর ঢাকায় গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪০) নামের এক দুবাই প্রবাসিকে কুপিয়ে হত্যা মামলায় পলাতক আসামী অলিউর রহমান অলি (৪৫) গ্রেপ্তার হয়েছে পুলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকার রামপুরা থানা পুলিশের সহযোগিতায় পূর্ব রামপুরা এলাকা থেকে অলিকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে। হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অলিউর রহমান অলি উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত. তোফাজ্জেল হোসেন পঞ্চায়েতের ছেলে। এর আগে ঘটনার দিন রাতে গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান হায়দার (৫১), তাহসিন আরবি (১৯), নিয়াজ মাহমুদ (১৭), হোসাইন (১৮) কে দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে গত বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেছে।তাদের স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ওই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে পুলিশ গ্রেফতার করে।

নিহত প্রবাসি আমিরুল ইসলাম গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে সশস্ত্র একদল সন্ত্রাসীর হাতে হত্যাকাণ্ডের শিকার হন। দুই সন্তানের জনক আমিরুল স্থানীয় চালিতাবুনীয়া গ্র গ্রামের মুনসুর আলী হাওলাদারের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসি আমিরুল বাড়ি থেকে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহাফিল শুনতে যান। মাহাফিল শেষে রাত দেড়টার দিকে সে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। পূর্ব শত্রুতার জের ধরে এসময় গ্রামের পঞ্চায়েত বাড়ির রাস্তার মোড়ে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের ভাই মাওলানা মো. নূরুল ইসলাম (৫৩) বাদি হয়ে গত ২২ ফেব্রুয়ারী বুধবার ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরেুদ্ধে এ মামলাটি দায়ের করেন। আসামীরা হলো- উপজেলার চালিতা বুনিয়া গ্রামের মৃত. তোফাজ্জেল হোসেন পঞ্চায়েতের ছেলে, হাফিজুর রহমান হায়দার (৫১), অলিউর রহমান অলি (৪৫), হাফিজুর রহমান হায়দার পঞ্চায়েত ছেলে তাহসিন আরবি (১৯), মাহাবুবুর রহমান পঞ্চায়েতের ছেলে নিয়াজ (১৭), ইউনুস হাওলাদারের ছেলে হোসাইন (১৮)। ঘটনার পর পরই থানা পুলিশ হাফিজুর রহমান হায়দার, তাহসিন আরবি, নিয়াজ মাহামুদ ও হাসাইনকে আটক করে ।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুর্ধর্ষ ডাকাত অলিউর রহমান অলিকে জিজ্ঞাসা বাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অলির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মারামারি সহ একাধিক মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে মামলায় গ্রেফতারকৃত তাহসিন আরবি‘র নিজ গ্রামের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো এবং ওই মেয়েকে বিভিন্ন সময় পথে-ঘটে সে উত্যাক্ত করে আসছিলে। বিষয়টি ওই মেয়ের পরিবার জানতে পেরে প্রবাসি আমিরুল ইসলামের মাধ্যমে অন্যত্র বিয়ে ঠিক করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাহসিন আরবি তার অন্যান্য সহযেগিদের নিয়ে মাহফিল থেকে ফেরার পথে প্রবাসি আমিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে বলে গ্রেফতারকৃত তাহসিন আরবি স্বীকারোক্তি দিয়েছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...