ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার বিএনপি-যুবদলের ১৮ নেতাকর্মী জেলহাজতে

মঠবাড়িয়ার বিএনপি-যুবদলের ১৮ নেতাকর্মী জেলহাজতে

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ার আওয়ামীলীগ অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় স্থানীয় বিএনপি ও যুবদলের ১৮ নেতাকর্মীকে কারাগাওে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার ( দুপুরে নেতাকর্মীরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক মো. মহিদুজ্জামান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল ঘটনা নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির মল্লিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল, যুগ্ম আহবায়ক রিপন মুন্সী, শাহীন রেজা, মাইনুল ইসলাম, আবু হানিফ, রিয়াজুল হক, ওয়ালিদ লস্কর, আবুল বাশার রিয়াজ, বেল্লাল খান, হাবিব বেপারী, সজিব, রাসেল জমাদ্দার, শাহীন খান, চাঁন বাদশা, রুম্মান, মনির হোসেন।

জানা গেছে, গত বছর ৫ ডিসেম্বর রাতে মঠবাড়িয়া আওয়ামীলীগ অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০২ জনকে নামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বিএনপি-যুবদলের নেতাকর্মিদের জেল হাজতে পাঠিয়ে আমাদের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন খান বলেন, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে কিছু আসামী নিম্ন আদালতে জামিনের প্রার্থণা করলে বিজ্ঞ বিচারক ১৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...