ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভ’র মৃত্যু

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভ’র মৃত্যু


পিরোজপুর প্রতিনিধি 🔴

পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দিনগত রাত ১১টার দিকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
নিহত ফয়সাল মাহবুব শুভ (৩৫) পিরোজপুর শহরের উকিলপাড়া এলাকার মাহবুব এ খোদা’র পুত্র এবং পিরোজপুরের ইতিহাস গ্রন্থের লেখক ও বিশিষ্ট আইনজীবী প্রয়াত গোলাম মোস্তফার ভাগিনা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জিএস ছিলেন।
এদিকে শুভর মৃত্যু সংবাদের পর পিরোজপুর জেলা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের ও শহরতলীর সকল ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচা বাজারসহ বাজারের সকল দোকানপাট ব্যবসায়িরা আতংকে বন্ধ করে দিয়েছেন।
অপরদিকে সকাল থেকে বিক্ষুব্ধ নেতা কর্মীরা শহরের স্বাধীনতা মঞ্চের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে ১১ টার দিকে আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতা কর্মীরা শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে ও মিছিল শেষে এক পথসভায় বক্তারা এই গুলি ও শুভর মৃত্যুর জন্য স্থানীয় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুকে নেপথ্য কারিগর হিসেবে আখ্যায়িত করে গুলির ঘটনার প্রধান আসামী শংকরপাশা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা অওয়ামীলীগের সদ্য বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক নাসির হোসেন মাতুব্বর সহ অন্য সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।

পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে ফয়সাল মাহাবুব শুভ এক উদিয়মান নেতা ছিলেন। গত ৭ নভেম্বর পিরোজপুরের শংকরপাশায় এক নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। গত রাত ১১ টার পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুভ। আজ মঙ্গলবার লাশ ময়না তদন্ত শেষে ঢাকায় একটি জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২ টার দিকে লাশ নিয়ে পিরোজপুর রওয়ানা দিবে বলে শুভর পরিবার সূত্রে জানাগেছে। পিরোজপুরে জানাজা নামাজ ও দাফনের সময় পরে জানানো হবে। শুভর মৃত্যুতে শোকাহত এলাকাবাসি ও স্বজনেরা। তারা এঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছেন।

উল্লেখ্য, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক জানান, গত ০৭ নভেম্বর রোববার নৌকা মার্কার প্রার্থী নির্বাচিত চেয়ারম্যান তোফজ্জল হোসেন মল্লিক স্বপনের পক্ষে প্ররচারণাকালে মল্লিকবাড়ী এলাকায় হঠাৎ করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা অওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির হোসেন মাতুব্বরের লোকজন তাদের উপর গুলি করে এবং অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের লোকজনের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হয় এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি হাসান সিকদারের মাথায় অস্ত্র দিয়ে কোপ দেয়। এছাড়াও আরো কয়েক জন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় নেতা-কর্মীদের সহাসয়তায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ সহ আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। গুলিবিদ্ধ ফয়সাল মাহবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর সোমবার দুপুরে খুলনা থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার রাতে তিনি মারা যান।

এ ঘটনায় মামলার প্রধান আসামী বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বর সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ. জ. মো: মাসুদুজ্জামান।

এদিকে পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান, পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক এড.এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলী সহ-সভাপতি মো: হাবিবুর রহমান মালেক, যুগ্মসাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য মশিউর রহমান মহারাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...