ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাহাত হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার -৫

মঠবাড়িয়ায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাহাত হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার -৫


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ১২ জন নামীয় ও ১০/১৫ জন অজ্ঞাত আসামী করে থানায় মামলা হয়েছে। রবিাবর সকালে নিহত ওই কলেজ ছাত্রের বাবা শাহআলম হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় এজাহার নামীয় কিশোর গ্যাং এর তিন সদস্য শাওন,আসাদ, নাদিম ও জড়িত সন্দেহে চুন্নু মিয়া,সেন্টুসহ মোট ৫জনকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

উল্লেখ্য, কলেজ ছাত্র রাহাত এর বন্ধু মো. শুভর সাথে পার্শ্ববর্তী এক যুবকের সাথে একটি মেয়ের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে বিরোধ ছিল। গত শনিবার রাতে এঘটনার জের ধরে ছাত্রলীগ নেতা রাহাত ও শুভ টিয়ারখালী হাই স্কুল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণমেন্ট খেলা দেখাশেষে ৫ বন্ধু এক সাথে বাড়ি ফিরছিলেন। রাত দশটার দিকে টিয়ারখালী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ ২০/২৫ জনের স্থানীয় একটি কিশোর গ্যাং রাহাতের পথরোধ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগ নেতা রাহাতসহ তার ৩ বন্ধু গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। নিহত রাহাতের তিন বন্ধু আরিফ,শুভ ও সানাউল্লাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত ওই কলেজ ছাত্র হলতা গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং গুলিশাখালী গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। সে স্থানীয় ডৌয়াতলা ওয়াজেদ আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলায় জড়িত সন্দেহে দুই জন ও এজাহার নামীয় কিশোর গ্যাং এর তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রায়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...