ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হাতে ছাত্রলীগ নেতা নিহত : আহত ৩

মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হাতে ছাত্রলীগ নেতা নিহত : আহত ৩


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. রাহাত হাওলাদার নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজার সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই ছাত্রলীগ নেতার তিন বন্ধু আরিফ হোসেন, মো. শুভ ও সানাউল্লাহ গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিহত ওই কলেজ ছাত্র হলেন গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং গুলিশাখালী গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ডৌয়াতলা ওয়াজেদ আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কলেজছাত্র রাহাত শনিবার টিয়ারখালী ফুটবল খেলা দেখা শেষে ৫ বন্ধু মিলে এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে টিয়ারখালী বাজার সংলগ্ন লক্ষণা এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের ১৫ থেকে ২০ জনের স্থানীয় একটি কিশোর গ্যাং শুভর ওপর হামলা চালায়। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে রাহাত নিহত হন শুভ সহ তার ৩ বন্ধু গুরুতর জখম হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন জানান, ‘ধারালো অস্ত্রের কোপে রাহাতের ফুসফুসের ধমনি কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে রাহাত পথেই মারা যান।’

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...