ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় কৃষিজমির মালিকানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে প্রাণ গেল কৃষকের

মঠবাড়িয়ায় কৃষিজমির মালিকানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে প্রাণ গেল কৃষকের


মঠবাড়িয়া প্রতিনিধি 🔻
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল হক শিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দিনগত গভীর রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তার মৃত্যু ঘটে। থানা পুলিশ আজ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে। নিহত কৃষক আব্দুল হক শিকদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত হাতেম আলী শিকদার এর ছেলে।
এ ঘটনায় নিহত হক শিকদারের চাচাতে ভাই রুহুল আমিন শিকদার প্রতিপক্ষ ছগির হাওলাদার ও নাছির হাওলাদারসহ ১৯ জন এজাহার নামিয় ও অজ্ঞতনামা ১০/১৫জনকে আসামী করে মঠবাড়িয়া থানায়একটি হত্যা মামলা দায়ের করেছেন।
থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত হামেজ হাওলাদারের ছেলে নাসির হাওলাদার গংদের সাথে একই গ্রামের মৃত হাতেম আলী শিকদারের ছেলে আবদুল হক শিকদার গংদের ৯ একর ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিলো। নিহত আবদুল হক শিকদার গং দলিলমূলে ও আদালতের ডিগ্রী প্রাপ্ত হয়ে ৫০/৬০ বছর ধরে ওই জমি ভোগ দখল করে আসছিল। ওই জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষ নাছির গংরা আদালতে মামলা দায়ের করে। মামলা চলমান থাকা অবস্থায় শুক্রবার সকালে নিহত আবদুল হক গংরা তাদের ভোগ দখলীয় জমিতে চাষাবাদ করতে যায়। এসময় প্রতিপক্ষ নাছির, ছগির ও আইউব আলী ও তার লোবল লাঠিসোটা ও ধাওলো াস্ত্র নিয়ে প্রপিক্ষদেও ওপর চড়াও হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০জন আহত হয়। আহতদের গ্রামবাসি উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত কৃষক আবদুল হকসহ ৮জনকে বরিশাল শেওে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
পরে গভীর রাতে আশংকাজনক অবস্থায় আহত কৃষক আব্দুল হককে এম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিতে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় থানা পুলিশ দক্ষিণ বড়মাছুয়া গ্রামের খালেক হাওলাদারের পুত্র ছগির হাওলাদর (৩৫), এক ওই গ্রামের মৃত হামেজ হাওলাদারের পুত্র নাছির হাওলাদার (৫৫), আবদুল গনি খার পুত্র আইউব আলী খাঁন (৬৫)কে গ্রেপ্তার করেছে ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত কৃষকের পরিবারের পক্ষ হতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান (পিপি) আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। মামলার এজাহারভূক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকল আসামীদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তাওে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...