ব্রেকিং নিউজ
Home - অপরাধ - প্রধানমন্ত্রীর জন্যই আজ দেশের ক্রীড়াজগত সমৃদ্ধ: শ ম রেজাউল করিম

প্রধানমন্ত্রীর জন্যই আজ দেশের ক্রীড়াজগত সমৃদ্ধ: শ ম রেজাউল করিম


পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনা মহামারির মধ্যেও এগিয়ে যাচ্ছে
দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই এটা সম্ভব হয়েছে। তিনি বিশ্বের মধ্যে করোনাসহ সব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় একজন সফল রাষ্ট্রপ্রধান। তারই নেতৃত্বের কারণে দেশ আজ ক্রীড়ায় সমৃদ্ধ হয়েছে। তিনি করোনায় কর্মহীন ও অসহায় প্রত্যেক পেশাজীবীকে প্রণোদনা দিচ্ছেন।
আজ শুক্রবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে অস্বচ্ছল খেলোয়াড় ও সংগঠকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ৭৫’র ১৫ আগস্ট ছোট অবুঝ শিশু রাসেলকে যারা হত্যা করেছে তারা মানুষ নয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীবের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু প্রমুখ।
মন্ত্রীএ সময় জেলার ৪৭ জন অস্বচ্ছল খেলোয়াড় ও সংগঠক যারা করোনার কারণে আয়হীন হয়ে পড়েছেন এমন খেলোয়াড়ের মধ্যে প্রত্যেককে নগদ ৭ হাজার টাকার চেক তুলে দেন ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...