ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় ২৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভাণ্ডারিয়ায় ২৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভাণ্ডারিয়া সংবাদদাতা > পিরোজপুরের ভাণ্ডারিয়ায় র‌্যাব অভিযান চালিয়ে ২৩৩ পিস ইয়াবাসহ মো. মিলন আকন(৩২) ও সবুজ মিয়া(১৯) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রাম থেকে মাদক বিক্রয় কালে তাদের গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিলন ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের মো. মোশারফ হোসেন আকনের ছেলে ও সবুজ পাশ্ববর্তী শিয়ালকাঠি গ্রামের আব্দুল মান্নাস মিয়ার ছেলে।
থানা সূত্রে ও র‌্যাব সূত্রে জানাগেছে, র‌্যাব-৮, বরিশাল, সি.পি.এস.সির একটি বিশেষ টহল দল রবিবার সন্ধ্যায় ভা-ারিয়ার বটতলা অবস্থানকালে গোপনে তথ্য পেয়ে উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মো. হারুন অর রশিদের বাড়ির সম্মূখ সড়কে উপর অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদ ব্যাবসায়ি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট হতে ২৩৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র‌্যাব জানায়, আটক দুই মাদক কারবারী দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পিরোজপুরের ভাণ্ডারিয়াসহ উপকূলীয় এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের ভাণ্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক এ.কে.এম আবু হোসেন শাহরিয়ার বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়িকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...