ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটার মুন্সিরহাটে কিশোর গ্যাংয়ের দাপট !

পাথরঘাটার মুন্সিরহাটে কিশোর গ্যাংয়ের দাপট !

 

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি <>

প্রেমের প্রস্তাবে রাজি না হলে ৬ষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং। গত শনিবার বিদ্যালয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে সর্বশেষ সময় বেঁধে দিয়ে এ হুমকি দেয় বখাটেরা এর পর থেকে সে বিদ্যালয় গমন বন্ধ করেছে। ঘটনাটি উপজেলা সদর থেকে সাড়ে তিন কিলোমিটারদুরবর্তী মুন্সিরহাট গ্রামে এনআই খান রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজে।

এদিকে ইভটিজিং ও সহপাঠীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র কাইফি মো. সাফওয়ান ও ইমনকে একাধিকবার মারধর করে আহত করে ও হাত কেটে ফেলারও হুমকি দেয়। এঘটনায় আতঙ্কে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকরা। কিশোর গ্যাংয়ের প্রধান আদনান রাফসান সৈকত আওয়ামী প্রজন্মলীগের পাথরঘাটা পৌর শাখার সভাপতি তার সাথে অন্যতম সহচর রুবেল ওরফে কালা রুবেল সহ একাধিক কিশোর রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী কাইফি মো. সাফওয়ান ও ইমনকে মারধরের কারণ জানতে গেলে কাইফির বাবা কাকন মোল্লাকে গত রবিবার (৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে বিদ্যালয় সংলগ্ন মুন্সিরহাট বাজারে বখাটেরা লাঞ্ছিত ও অপমান করে কিশোর গ্যাং সদস্যরা । এ ঘটনা তাৎক্ষনিক ছড়িয়ে পরলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। মো. রফিকুল ইসলাম কাকন মোল্লা বলেন, ওই কিশোর গ্যাং এর কারনে গ্রামের নারী শিক্ষা মারাত্মক ভাবে ব্যবহত হবে।

এন.আই.খান রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল ও এলাকাবাসি জানান, কয়েকদিন আগে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে উত্যক্ত করে সৈকত, রুবেল ওরফে কালা রুবেলসহ একাধিক বখাটে। এক পর্যায়ে মিটমাট করে দেয়া হলেও আবার তারা নানা ভয়ভীতি দেখাচ্ছে। তিনি আরও জানান, বখাটেদের মারধর ও উৎশৃঙ্খলার বিষয়টি একাধিকবার শালিসী হলেও বখাটেরা বখাটেপনা চালিয়ে যাওয়ায় বিষয়টি পাথরঘাটা থানায় মৌখিক জানানো হয়। বিদ্যালয়টিতে প্রায় ৫শ ছাত্র ছাত্রী লেখা পড়া করে এর মধ্যে অর্ধেক হবে ছাত্রী বনে প্রধান শিক্ষক জানান।

এদিকে ওই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনির এক ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে এসিড নিক্ষেভ করে মুখ ঝলসে দেয়ার হুমকি দেয় বখাটে সৈকত ও রুবেল। সর্বশেষ দুদিন আগেও ওই ছাত্রীকে প্রেমে রাজি না হলে বিদ্যালয়ে আসতে নিষেধ করে এবং এসিড দিয়ে মুখ পুড়ে দিবে বলে জানান ওই ছাত্রী। ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, স্কুলে যেতে ভয় পাই, ‘আমাকে পথে পেলেই আটকিয়ে এসিড দিয়ে পুড়িয়ে দিবে’।

ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পাই, তাকে আর বিদ্যালয়ে পাঠাব না । আপনাদের (সাংবাদিকের) কাছে কথা বলার পরই হয়তো আমাদের উপর হামলা চালাবে।

স্থানীয় সমাজসেবক ইলিয়াস হোসেন রিপন, মো. কিবরিয়া ও মূসা মুন্সি সহ একাধিক বাসিন্দা জানান, সৈকত ও রুবেল ওরফে কালা রুবেল কিশোর গ্যাংয়ের প্রধান। সাথে আছে রণি ও তানভীর। এরা সংঘবদ্ধ কিশোর গ্যাং। এরা এলাকায় ৮ থেকে ১০ জন মিলে সব সময় একসাথে বখাটেপনা করে এবং নেশায় আসক্ত। কয়েকদিন আগে সৈকত মাদক মামলায় জেল থেকে জামিনে বের হয়।

এদিকে ঘটনা জানাজানি হলে সোমবার রাতে প্রজন্ম লীগ থেকে আদনান রাফসান সৈকতকে বহিস্কার করা হয়েছে বলে প্রজন্মলীগের উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক জানান। কিন্তু পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন বলেন, প্রজন্মলীগ আওয়ামী লীগের কোন সহযোগী সংগঠন নয়। এদের নিয়ন্ত্রন করা দরকার।
বিশিষ্ট শিক্ষাবিদ ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এন আই খান টেলিফোনে জানান, প্রত্যন্ত এলাকায় এসব বখাটের কারনে শিক্ষার্থী ধরে রাখা বড় কষ্টের কাজ।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ বলেন, আমরা খোজ খবর নিচ্ছি, মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষাথীর সাথে কথা বলেছি, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এরকমের অপরাধ করলে আইনের ফাঁক দিয়েও এড়াতে পারবেনা কেউ।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বিষয়টি আমরা আগে থেকেই জানি। ওদের যন্ত্রনায় এলাকাবাসি অতিষ্ট। ওদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।#

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় শ্রমিক নিহত দুইজন আটক

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴 পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উজ্জল অধিকারি (২০) নামে ...