ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িযায় স্ত্রী হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার

মঠবাড়িযায় স্ত্রী হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবি তুলে জেসমীন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী আবুল কালাম( ৫৫)) কে পুলিশ গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে বরগুনার তালতলি উপজেলার কাজিরখাল গ্রাম থেকে দণ্ডিত কালামকে পুলিশ গ্রেফতার করে। ২০১৯ সালে ৩১ অক্টোবর পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবুল কালামের ফাঁসির দণ্ডাদেশ প্রদান করে। সেই থেকে সে পলাতক অবস্থায় ছিলো।
গ্রেফতারকৃত আবুল কালাম শৌলা গ্রামের ইউনুস আলী হাওলাদার এর ছেলে। নিহত গৃহবধূ জেসমিন আক্তার দুই সন্তানের জননী।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর শৌলা গ্রামের আবুল কালাম যৌতুকের দাবি তুলে দুই সন্তানের জননী জেসমিন বেগমকে কে লাঠি দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে আহত করে। পরে পরিবারের স্বজনরা তাকে প্রথমে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে আহত গৃহবধূকে ঘটনার চারদিন পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙা নাম স্থানে গৃহবধূ মারা যান।
খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। এঘটনায় বোনকে পিটিয়ে হত্যার দায়ে নিহত গৃহবধূর ছোটভাই সাইফুল হক দুলাল বাদি হয়ে দুলাভাই আবুল কালামকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুল হক জানান,পুলিশ এ মামলা তদন্ত শেষে ঘটনার চারমাস পর আদালতে নিহত গৃহবধূর স্বামী আবুল কালামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল কালাম পলাতক থাকে। সে পুলিশ ও মামলা থেকে রেহাই পেতে গ্রাম ছেড়ে বরগুনার তালতলি উপজেলার কাজিরখাল গ্রামে দ্বিতীয় বিয় করে নতুন ঘর সংসার পেতে আত্মগোপন করে। ২০১৯ সালে ৩১ অক্টোবর পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবুল কালামের ফাঁসির আদেশ দেয়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, ফাঁসির দণ্ডিত আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও নানা দস্যুতার একাধিক মামলাও রয়েছে। তাকে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...