ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় পাঁচ হাজার মিটার জাল ও জেলে নৌকা আটক

মঠবাড়িয়ায় পাঁচ হাজার মিটার জাল ও জেলে নৌকা আটক

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্য বিভাগ নদী বিধৌত খালে অভিযান চালিয়ে অবৈধ মাছধরা জাল ও জেলে নৌকা আটক করেছে। ইলিশ প্রজনন মৌসুমে উপকূলীয় নদ নদীতে অবরোধ চলমান থাকা অবস্থায় আজ রবিবার দিনভর আমুয়া-মিরুখালী খালে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের পাাঁচ হাজার মিটার অবৈধ বাাঁধা জাল ও চরগড়া জালসহ একটি জেলে নৌকা আটক করে।

মঠবাড়িয়া উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনর নেতেৃত্বে দিনভর মঠবাড়িয়ার-মিরুখালী ও বিষখালী নদীর আমুয়া মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় খাল থেকে দেড় লাখ টাকা মূল্যের পাঁচ হাজার মিটার বাঁধা ও চরগড়া জালসহ মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...