ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন – বিক্ষোভ

মঠবাড়িয়ার লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন – বিক্ষোভ

শিক্ষাঙ্গন প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কে.এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্ব্যবহার, অনৈতিকভাবে শিক্ষার্থীদের মারধরসহ নানা অনিয়মের অভিযোগে তার অপসারন দাবি কাে শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ সোমবার বিক্ষুব্দ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের অবিলম্বে অপসারন দাবি করে স্কুল ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেয়। এসময় বিক্ষুব্দ শিক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় দুই ঘন্টাব্যাপী এ বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেখানে সমবেত হন।
বিক্ষুব্দ শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান যোগদানের পর থেকে স্বেচারিতা শুর করেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের অনৈতিকভাবে মারধর করেন ও অকথ্য গালি দেন। সম্প্রতি ৮ম শেণী পড়–য়া এক শিক্ষার্থীকে তুচ্ছ কারনে স্কুল ক্যাম্পাসের বাইর মারধর করেন। এমনকি ওই শিক্ষার্থীকে লাথি মারেন।

ভূক্তভোগি ৮ম শেণির শিক্ষার্থী মো. মুন্না অভিযোগ করেন, পূজার ছুটির আগে প্রধান শিক্ষক তাকে তুচ্ছ কারনে স্কুল ক্যাম্পাসের বাইর অনৈতিকভাবে মারধর করেন ও অকথ্য গালি দিয়ে লাথি মারেন ।
প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের স্কুলথেকে ছাড়পত্র দেওয়ার ভয় দেখিয়ে তার অত্যাচার মেনে নিতে বাধ্য করেন। এমন কি সে অভিভাবকদেও সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়টি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে অবহিত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা সদরের কেএম লতীফ ইনস্টিটিউশন ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ১ হাজার ৬০০ ছাত্র-ছাত্রী নিয়মিত লেখা পড়া করে আসছে। বিদ্যালয়টি উপকূলে মানসম্মত শিক্ষা উন্নয়ন ও ফলাফসে সাফল্যজনক একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...