ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার : অস্ত্র ও স্বর্ণালঙ্কার উদ্ধার

পিরোজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার : অস্ত্র ও স্বর্ণালঙ্কার উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি <>
পিরোজপুরের নেছারবাদ উপজেলায় একটি বাড়ীতে ডাকাতির করে পালানোর সময় পুলিশ ৬ ডাকাত সদস্যকে অস্ত্র ও স্বর্ণলঙ্কার সহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে নেছারবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বালিহারি গ্রামে জনৈক মিজানের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। গ্রেপ্তারকৃতরা হলো আন্ত : জেলা ডাকাত দলের সর্দার বাদশা, ডাকাত লিটন, শাহজাহান , ইসমাইল হোসেন, জাহারুল মাঝি ওরফে ছাইদুর , ছান্টু মিয়া ।
পুলিশ এ সময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা ও বেশ কিছু স্বর্নালংকার, ধারালো অস্ত্র ও মোবাইল সেট উদ্ধার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল বলদিয়া ইউনিয়নের বালিহারি গ্রামে মিজানের ঘরের সামনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এ সময় ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে বেধে পরিবারের সদস্যদের জিম্মি করে, নগদ প্রায় এক লক্ষ টাকাসহ ৫-৬ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পালানোর সময় পুলিশ অভিযান চালিয়ে ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপর ডাকাতদেরকে বরিশাল সিটি কর্পোরেশনের গড়িয়ারপাড় এলকা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন আরো জানান,গ্রেপ্তারকৃতরা আন্ত: জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের অন্যান্য সহযোগীদে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...