ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জামাদি চুরি

ভাণ্ডারিয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জামাদি চুরি

ভাণ্ডারিয়া প্রতিনিধি <>

পিরোজপুরের ভিাণ্ডারিয়ায় একই রাতে সংঘবদ্ধ চোরের দল বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শাখার সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় ও রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল ওই দুই বিদ্যালয়ের কক্ষের তালা ও আলমারি ভেঙে নগদ টাকা, ল্যাপটপ কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রোজেক্টর নিয়ে যায়।

দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে একদল চোর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে । এরপর চোরের দল ৫টি আলমারি ভেঙে একটি ল্যাপটপ, একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টরসহ নগদ ৭০৮ টাকা নিয়ে যায়। এছাড়া একই রাতে স্থানীয় রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষের তালা ভেঙে চোরের দল প্রবেশ করে ১টি মাল্টিমিডিয়া প্রোজেক্টর ও নগদ ৬ হাজার টাকা চুরি করেছে বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষ হারুন অর রশিদ নিশ্চিত করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...