ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারনার অভিযোগে যুবক গ্রেফতার

পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারনার অভিযোগে যুবক গ্রেফতার

পিরেজপুর প্রতিনিধি >>
গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারনার অভিযোগে পিরোজপুরের নাজিরপুরে মো. নজরুল ইসলাম (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম খুলনা জেলার লবনচোরা থানার উত্তর হরিনটানা গ্রামের মৃত আব্দুল ছত্তার বেপারীর পুত্র। নাজিরপুর থানার ওসি মো. জাকারিয়া হোসেন জানান, প্রতারক নজরুল ইসলাম উপজেলার শ্রীরামকাঠী বন্দরের মাসরাসার শিক্ষক মাওলানা মশিউর রহমান ও তার স্ত্রীকে সরকারীভাবে হজ্ব করিয়ে দেয়ার কথা বলে পাসপোর্ট খরচ বাবদ ১৪ হাজার টাকা নেয়। এমনভাবে জেলার বিভিন্ন মাসরাসার শিক্ষকদের কাছ থেকে প্রায় ৮/১০ লাখ টাকা হাতিয়ে নেন। রবিবার রাতে পিরোজপুর শহরের রিলাক্স হোটেলে বসে প্রতারক নজরুল সদর উপজেলার খলিসাখালী মাদরাসার শিক্ষক মাওলানা আ: রব খানের কাছ থেকে টাকা নেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে মারধর করে সদর থানা পুলিশের সোপর্দ করে। পরে তাকে নাজিরপুর থানায় পাঠানো হয়। শ্রীরামকাঠী বন্দরের মাসরাসা শিক্ষক মাওলানা মশিউর রহমান বাদী হয়ে প্রতারনার অভিযোগে তার নামে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রীর মেঝো ভাই শেখ মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওই যুবক তাদের কোন আত্মীয় নয় এমনি কি তারা তাকে চিনেন না বলেও জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...