ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় অপহৃত জেলে উদ্ধার 🔹 গ্রেফতার-২

মঠবাড়িয়ায় অপহৃত জেলে উদ্ধার 🔹 গ্রেফতার-২

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের তিন দিন পর থানা পুলিশ বাগেরহাটের সাইনবোর্ড এলাকা থেকে জেলে মাসুদ সর্দার (৩০) কে উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে সগির সর্দার (৩৮) ও রাসেল সর্দার (২৫) নামের দু’জনকে গ্রেফতার করেছে। সগির সর্দার পার্শবর্তী বামনা উপজেলার কালিকাবাড়ি গ্রামের আঃ হকের ও রাসেল সর্দার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের খোকন সর্দারের ছেলে ।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার অপরাধ প্রণব এলাকা খায়ের ঘটিচোরা গ্রামের লালু সর্দারের ছেলে মাদক স¤্রাট ও একাধিক মাদক, ডাকাতি মামলার আসামী মিজান সর্দার সম্প্রতি পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হবার পর তার ছোট ভাই ডাকাত নজরুল প্রতিবেশী ও একই গোষ্ঠীর মুনসুর সর্দারের ছেলে মাসুদকে পুলিশকে তথ্য দেয়ার সন্দেহ করে আসছিল। এরই জের ধরে গত রোববার সন্ধ্যায় রাসেল মোবাইল ফোনে মাসুদকে মিরুখালী বাজারের ব্রীজের কাছে ডেকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে। অপহৃত জেলে মাসুদের মা আম্বিয়া বেগম গত মঙ্গলবার রাতে ৮/১০জন অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই সগির সর্দার ও সহযোগী রাসেল সর্দারকে গ্রেফতার করে। গ্রেতারকৃতদের দেয়া তথ্য মতে পুলিশ বুধবার রাতে বাগেরহাটের সাইনবোর্ড এলাকা থেকে অপহৃত জেলে মাসুদকে উদ্ধার করলেও অন্যরা পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, পুর্ব শত্রুতার জের ধরে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িতদের দেয়া তথ্যের ভিত্তিতে জেলে মাসুদকে উদ্ধার করা হয়।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...