Home - অপরাধ - মঠবাড়িয়ায় বিএনপির চার নেতা আটক

মঠবাড়িয়ায় বিএনপির চার নেতা আটক

মঠবাড়িয়া প্রতিনিধি  >>

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে চার বিএনপি নেতাকে আটক করেছে। আটকৃতরা হলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য শামীম মৃধা (৪৮), পৌর শহরের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ছোট্ট (৪০), পৌর শ্রমিক দল নেতা মতিউর রহমান টিটু (৪২) ও তুষখালী ইউনিয়ন বিএনপি নেতা ব্যবসায়ী সেলিম মিয়া (৪০)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, সরকারের বিরুদ্ধে নাশকতা ঘটানোর আশংকায় তাদেরকে আটক করা হয়েছে। এঘটনায় থানার সেকেন্ড অফিসার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম হৃদয় নামে এক শিশু নিহত ...