ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় লিটন পন্ডিত হত্যা মামলfয় পৌর মেয়রকে অব্যহতি 🔹 অপর হত্যা মামলায় বাদি জেল হাজতে

মঠবাড়িয়ায় লিটন পন্ডিত হত্যা মামলfয় পৌর মেয়রকে অব্যহতি 🔹 অপর হত্যা মামলায় বাদি জেল হাজতে

বিশেষ প্রতিনিধি 🔹

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন পন্ডিত হত্যা মামলার প্রধান আসামী মঠবাড়িয়া পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে অব্যহতি দিয়েছে আদালত। সিআ্ইডি দীর্ঘ তদন্ত শেষে দায়ের করা অভিযোগপত্র দাখিলের পর মামলার বাদির না রাজি আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার মঠবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম মো. বেল্লাল হোসেনের আদালতে শুনানী শেষে অভিযোগপত্র গ্রহণ করে বাদির নারাজি আবেদন খারিজের আদেশ দেন। সেই সাথে মামলার ২ নম্বর আসামী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিনকে প্রধান আসামী হিসেবে গণ্য করা হয়। অপরদিকে মামলার বাদি নিহতর ভাই জাকির হোসেন পন্ডিত সম্প্রতি মঠবাড়িয়া থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার অভিযুক্ত আসামী হওয়ায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. মোফাজ্জেল হোসেন মিঠ ুবিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২৫ জুলাই মঠবাড়িয়া উপজেলা শহরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন লিটন পন্ডিত নিহত হন। এ ঘটনায় লিটনের ভাই জাকির পন্ডিত বাদী হয়ে পরদিন ২৬ জুলাই মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌসসহ ১৫ জনকে আসামি করা হয়। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে ন্যাস্ত হয়। সিআইডি তদন্ত শেষে গত ১৯ আগস্ট প্রধান আসামীকে অব্যহতি দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর বিউটি আক্তার আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ওই অভিযোগ পত্রের বিরুদ্ধে মামলার বাদি নারাজির আবেদন জানালে আজ সোমবার আদালত শুনানী শেষে বাদির নারাজির আবেদন খারিজ করে দিয়ে অভিযোগপত্র গ্রহণ করে । সেই সাথে পলাতক আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন। এছাড়া মামলার বাদি জাকির হোসেন পন্ডিত অপর একটি হত্যা মামলার আসামী হওয়ায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত ২০১৬ সালের ২৫ জুলাই মঠবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ার বাসিন্দা মো. আমীর হোসেনের ছেলে পৌর শহরের ৭নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ইলিয়াস হোসেন লিটন পন্ডিত স্থানীয় আওয়ামীলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন । এছাড়া এ সংঘর্ষের সময় গুলিতে পৌর ছাত্রলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ভাগ্নে শরীফুল ইসলাম রাজু(২৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, আ.লীগ কর্মী সিদ্দিকুর রহমান(৪৮), পৌর কর্মচারী মো. ফারুক হোসেন ও রাশেদ নামে ১০ বছর বয়সী একটি শিশু গুলিতে আহত হয়।

এঘটনায় নিহত যুবলীগ নেতার ভাই জাকির হোসেন পন্ডিত বাদি হয়ে ঘটনার পরদিন পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌসকে প্রধান আসামী করে আওয়ামী ণীগ ও যুবলীগের ১৫ নেতা কর্মীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সিআইডি অধিকতর তদন্ত শেষে প্রধান আসামীকে অভিযোগ থেকে অব্যহতি দিয়ে ১৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

হত্যা মামলা থেকে অব্যহতি পেয়ে মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিউদ্দিন ফেরদৌস আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক কারনেই ওই হত্যা মামলায় আমাকে প্রধান আসামী করা হয়েছিল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...