ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ১৫ লাখ টাকা নিয়ে ব্যবসায়ি লাপাত্তা ◾ ঋণ গ্রহিতার জামিনদার স্কুল শিক্ষক কারাগারে !

মঠবাড়িয়ায় ১৫ লাখ টাকা নিয়ে ব্যবসায়ি লাপাত্তা ◾ ঋণ গ্রহিতার জামিনদার স্কুল শিক্ষক কারাগারে !

 

মঠবাড়িয়া প্রতিনিধি 🔹

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্র্যাক ব্যাংক থেকে জাকির হোসেন নামের এক প্রত্যারক ব্যবসায়ী ১৫ লাখ টাকা ঋণ নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকের দায়ের করা মামলায় জামিনদার উপজেলার পাঁচশতকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস হাওলাদার জেল হাজতে রয়েছেন।
প্রতারক ওই ব্যবসায়ি পলাতক থাকায় জামিনদার বৃদ্ধ শিক্ষক গত একমাস ধরে কারাগারে রয়েছেন। পুলিশ ওই ব্যবসায়ি প্রতারককে গ্রেফতার করতে না পারায় নির্দোশ ওই স্কুল শিক্ষক কারাগারে ধেকে মুক্তির প্রহর গুনছেন।

জানা গেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আব্দুর রশিদ আকনের ছেলে সুতা ব্যবসায়ি জাকির হোসেন ব্র্যাক ব্যাংক মঠবাড়িয়া শাখা থেকে ২০১৩ সালে ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ বিতরণে ব্যাংকের কাগজপত্রে একজন জামিনদারের প্রয়োজন হয়। ওই ব্যবসায়ি স্কুল শিক্ষকের পরিচিত বিধায় তিনি জামিনদার হন। কিন্তু ঋণ গ্রহণের কিছুদিন পরে প্রতারক ব্যবাসিয় জাকির হোসেন ব্যাংকের টাকা যথারীতি পরিশোধ না করে পালিয়ে যান। পরে ব্যাংক কর্তৃপক্ষ পিরোজপুর জেলা যুগ্ম দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় জামিদার স্কুল শিক্ষককেও আসামী করা হয়। আদালতে গ্রেফতারী পরোয়ানা জারি হলে জাকির হোসেন পলাতক থাকায় জামিনদাতা নিরীহ শিক্ষক বৃদ্ধ ইউনুস হাওলাদারকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। আদালত তার জামিন আবেদন
না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। গত একমাস ধরে তিনি পিরোজপুর কারাগারে বন্দী রয়েছেন।

স্কুল শিক্ষকের ছেলে সুমন হাওলাদার জানান, প্রতারক ব্যবসায়ি জাকির হোসেনকে ধরিয়ে দিতে নিকটস্থ থানায় জানালে আমরা পুরস্কার ঘোষণাও করেছিলাম। তিনি আরও বলেন আমার বৃদ্ধ বাবা নানাবিধ জটিল রোগে ভুগছেন। তার সরলতার সুযোগ নিয়ে প্রতারক ওই ব্যবসায়ি তাকে এখন বিপাকে ফেলেছেন। আমার অসুস্থ বাবার জামিনের জন্য আবেদন জানাই।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, আদালতের আদেশে ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করতে হয়েছে। তবে প্রতারক জাকির হোসেনকে গ্রেফতারের জন্য সকল থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...