ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে মামলার সাক্ষিকে মারধর ও মালামাল লুটের অভিযোগ

পিরোজপুরে মামলার সাক্ষিকে মারধর ও মালামাল লুটের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি 🔹

পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের একটি মামলার সাক্ষির বসত ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে মারধর ও মালামাল লুট করে নিয়েছে হামলাকারীরা। হামলায় আহত মাহাবুবুর রহমান (৫৫) ও তার স্ত্রী শাহানাজ বেগম (৪৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামে।
আহত মাহাবুবুর রহমান জানান, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে আমাকে ও আমার স্ত্রী শাহানাজ বেগমকে বেঁধে ফেলে। এ সময় হামলাকারীরা আমাকে ও তাকে (স্ত্রী) এলোপাথারী মারধর করে ঘরের মালামাল ভাংচুর সহ লুট করে নেয়। প্রায় ১৫মিনিট তারা এ তান্ডব চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে কি পরিমান মালামাল নিয়েছে তা অনুমান কার যায় নি। তিনি আরো জানান, স্থানীয় বাবুর চরের জমি নিয়ে স্থানীয় খায়রুল শেখের সাথে মোসলেম শেখ, নুরালী দড়ানী ও বাশার শেখের বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৫ জুন শুক্রবার সকালে মোসলেম শেখের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে খায়রুল শেখের বসত ঘরে হামলা চালিয়ে তা ভাংচুর করে নদীতে ফেলে দেয় । এ ঘটনায় থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি ( মাহাবুব ) স্বাক্ষী থাকার জেরে হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...