ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বিবদমান দুই পক্ষে সংঘর্ষ : উভয়পক্ষে ৮জন আহত

মঠবাড়িয়ায় বিবদমান দুই পক্ষে সংঘর্ষ : উভয়পক্ষে ৮জন আহত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পরিবারের সংঘর্ষে উভয় পক্ষের ৮ আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়ার হোগলপতি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই পরিবারের ছয় জনের অবস্থায় অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. আলী আহসান ওই রাতেই ৬জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহতরা হলন, একই পরিবারের মৃত নুরুল ইসলামের ছেলে হারুন ফরাজী (৫৫), হারুন ফরাজীর স্ত্রী হনুফা বেগম (৪৫) ছেলে মিরাজ (১২), ইলিয়স (১৫) জয়নাল ফরাজী (২৩) তার স্ত্রী সুরাইয়া (১৮), অপর পক্ষের একই এলাকার আবদুল খালেকের ছেলে শাহাদাৎ এর ভাই নুর আলম (৩৩) তার স্ত্রী হনুফা (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আহত ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার হোগলপাতি গ্রামের হারুন ফরাজীর সাথে এলাকার শাহাদাৎ এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ১৫দিন পূর্বে মারামারি হয়। এ ঘটনায় হারুন ফরাজী বাদী হয়ে মঠবাড়িয়া থানা শাহাদাৎসহ পাঁচ জনকে আসামী করে মামলা করে। আসামীরা জামিনে এলে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের ৮/৯ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে জয়নালের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এসময় ধারালো অস্ত্রের কোপে দুই পক্ষে ৯জন গুরুতর জখম হয়।
শাহাদাৎ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাই বাড়ি ডোকার পথে হারুন তার ছেলে ও লোকজন নিয়ে আমার ভাই ও ভাইর বৌকে মারধর করেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...