ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুই কিশোরের চুল কেটে দেয়ার অভিযোগে মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ চারজনের বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়ায় দুই কিশোরের চুল কেটে দেয়ার অভিযোগে মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ চারজনের বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালীতে দুই কিশোরকে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলার ছোটহারজী গ্রামের সৌদিপ্রবাসি মো. নুরুনবী আদনান বাদী হয়ে শিশু নির্য়াতন দমন আইনে আজ বুধবার বিকালে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু জমাদ্দারসহ চার জনকে আসামী করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, ঘোপখালী গ্রামের আয়নাল হকের ছেলে লাভলু তালুকদার, নাপিতখালী গ্রামের মো. চুন্নু জমাদ্দারের ছেলে মামুন জমাদ্দার, কালু জমাদ্দারের ছেলে বেল্লাল জমাদ্দার, শাহজাহান জমাদ্দারের ছেলে মহিবুল্লাহ জমাদ্দার।

মামলায় অভিযোগ করা হয়, কিশোর মিরাজের পিতা মারা যাওয়ার তার মা চট্টগ্রামে কাজ করে জীবিকা নির্বাহ করেন। অসহায় মিরাজ লাভলু জমাদ্দারের বাড়িতে কাজ করে। গত ১০ জুলাই সোমবার বিকেলে স্থানীয় সাংসদ ডা, রুস্তুম আলী ফরাজির তথ্যপ্রযুক্ত আইনে দায়ের করা একটি মামলা প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়ায় যুবলীগ প্রতিবাদ সমাবেশ করে। মিরাজ ও ফেরদৌস নামের দুই কিশোর সমাবেশে ওই সমাবেশে যোগ দেয়। সমাবেশে যোগদানের অপরাধে পরের দিন মঙ্গলবার সকালে কাটাখালী বাজারের মসজিদের পশ্চিম পার্শ্বে মল্লিক বাড়ি রাস্তার উপর আসামী লাভলু তালুকদার, মামুন জমাদ্দার, মহিবুল্লাহ ও বেল্লাল ওই দুই কিশোরকে মারধর করে সেলুনের খুর দিয়ে মাথার চুল কেটে দেয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেে.এম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদরে জানান, অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...